
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে শনিবার বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনামূল্যে রেশন প্রকল্প আরও ৫ বছরের জন্য বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি। আজ ছত্তিশগড়ে একটি নির্বাচনী জনসভায় একথা ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী শনিবার বলেন যে সরকার আগামী পাঁচ বছরের জন্য ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিজেপি সরকার আগামী ৫ বছরের জন্য দেশের ৮০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প বৃদ্ধি করবে। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ সর্বদা আমাকে সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।'
দেশের যে কোনও কোণে বিনামূল্যে রেশন পাবেন
প্রধানমন্ত্রী বলেন, 'এখানে অনেক বন্ধু কাজের জন্য বাইরে যান, তাঁদের জন্য বিজেপি সরকার এমন ব্যবস্থা করেছে যে দেশের যে কোনও প্রান্তে গেলেও আপনি বিনামূল্যে রেশন পাবেন। তাই মোদী আপনাকে এক দেশ-এক রেশন কার্ডের সুবিধা দিয়েছে।'
২০২০ সালে কোভিড মহামারীর সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) চালু করা হয়েছিল, যার অধীনে সরকার NFSA কোটার মধ্যে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ৫ কেজি খাদ্যশস্য সরবরাহ করেছে। পরবর্তী সময়ে এই স্কিমের মেয়াদ বারেবারে বাড়ানো হয়েছে। শেষবার এই স্কিমের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এবার মনে করা হয়েছিল আর বিনামূল্যে রেশন দেওয়ার এই স্কিমের মেয়াদ আর বাড়াবে না কেন্দ্রীয় সরকার। তবে, আজ প্রধানমন্ত্রী যাবতীয় জল্পনাতে জল ঢেলে দিয়ে এই স্কিমের মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়ানোর কথা ঘোষণা করলেন।
কংগ্রেসকে আক্রমণ
নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'কংগ্রেস কখনও প্রতারণা ছাড়া গরFবদের কিছু দেয়নি। কংগ্রেস কখনও গরFবদের সম্মান করে না। গরFবের দুঃখ-কষ্ট তারা কখনই বোঝে না। তাই যতদিন কংগ্রেস কেন্দ্রীয় সরকারে ছিল, ততদিন গরিবদের অধিকার লুট করে খেয়েছে এবং তার নেতাদের কোষাগারে ভরছে। ২০১৪ সালে সরকারে আসার পর, আপনাদের এই ছেলে দরিদ্রদের কল্যাণকে সবচেয়ে বড় অগ্রাধিকার দিয়েছে। আমরা আমাদের দরিদ্র ভাই ও বোনদের মধ্যে আস্থা জাগিয়েছি যে তাদের দারিদ্র্য দূর করা যেতে পারে।'
মোদী বলেন, 'আমাদের সেবার মাত্র ৫ বছরে ১৩.৫ কোটির বেশি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। যারা দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন তাঁরাই আজ মোদীকে কোটি কোটি আশীর্বাদ দিচ্ছেন। আমরা এমন নীতি তৈরি করেছি যে প্রত্যেক দরিদ্র তাঁর দারিদ্র্যের অবসান ঘটাতে সবচেয়ে বড় সৈনিক হয়ে মোদীর সঙ্গী হয়েছেন। বিজেপি সরকার অত্যন্ত ধৈর্য ও সততার সঙ্গে কাজ করছে। মোদীর কাছে দেশের সবচেয়ে বড় জাতি একটাই- দরিদ্র। মোদী তাঁদের সেবক, ভাই, ছেলে।'