scorecardresearch
 

PM Modi Speech: '১০ বছর হয়েছে, ২০ এখনও বাকি...' কংগ্রেসের 'এক তৃতীয়াংশ' মন্তব্যে পাল্টা জবাব মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জবাব দিলেন। এ সময় তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, 'বিরোধী দলের সহকর্মীরা আমাদের সরকারকে এক-তৃতীয়াংশ সরকার বলেছে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে আমরা সরকারের এক-তৃতীয়াংশ, আমাদের সরকারের ১০ বছর হয়ে গেছে এবং ২০ বছর বাকি আছে।'

Advertisement
 কংগ্রেসের এক-তৃতীয়াংশ সরকারকে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর পাল্টা আক্রমণ কংগ্রেসের এক-তৃতীয়াংশ সরকারকে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর পাল্টা আক্রমণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জবাব দিলেন। এ সময় তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, 'বিরোধী দলের সহকর্মীরা আমাদের সরকারকে এক-তৃতীয়াংশ সরকার বলেছে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে আমরা সরকারের এক-তৃতীয়াংশ, আমাদের সরকারের ১০ বছর হয়ে গেছে এবং ২০ বছর বাকি আছে।'

প্রসঙ্গত, কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিজেপিকে সরকারের এক-তৃতীয়াংশ এবং প্রধানমন্ত্রী মোদীকে এক-তৃতীয়াংশ প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেন। তার পাল্টা জবাব দেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার সংসদে পিএম মোদী আরও বলেন, '৬০ বছর পর তৃতীয়বারের মতো সরকার ফিরে এসেছে। ছয় দশক পর ঘটে যাওয়া এই ঘটনাটি একটি অসামান্য ঘটনা। কিছু লোক ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে বসে রইল। তারা বুঝতে পারেনি। যাঁরা বুঝেছেন, তারা  তোলপাড় সৃষ্টি করেছেন, দেশের মানুষের যৌক্তিকতাকে আটকে  দেওয়ার চেষ্টা করা হয়েছে।'

এমনকী পরাজয় স্বীকার করেছে
প্রধানমন্ত্রী আরও বলেন, 'গত দুই দিন ধরে দেখছি পরাজয়ও মেনে নেওয়া হচ্ছে, জয়কেও ক্ষুব্ধ চিত্তে মেনে নেওয়া হচ্ছে। আমি আমার হৃদয়ের গভীর  থেকে আমাদের কিছু কংগ্রেস সহকর্মীকে ধন্যবাদ জানাতে চাই, ফলাফল আসার পর থেকে আমি একজন সহকর্মীকে  দেখছিলাম, তার দল আমাকে সমর্থন করছে না। কিন্তু পতাকা নিয়ে একাই ছুটছিলেন তিনি।'

আরও পড়ুন

রাজনীতিতে প্রবেশ করেছেন সাধারণ মানুষ
প্রধানমন্ত্রী মোদী বলেন, 'দেশবাসী বিভ্রান্তির রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং আস্থার রাজনীতিকে অনুমোদন করেছে। জনজীবনে আমার মতো অনেকেই আছেন, যাদের পরিবার থেকে সরপঞ্চও হয়নি এবং রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু আজ তারা গুরুত্বপূর্ণ পদে পৌঁছেছে। এর কারণ বাবা সাহেবের দেওয়া সংবিধান। আমাদের মতো মানুষ যে কারণে এখানে পৌঁছেছে তার কারণ সংবিধান এবং জনগণ তা অনুমোদন করেছে।'

Advertisement

Advertisement