Prime Minister Narendra Modi: আসছে ভারতের নিজস্ব ভাষা মডেল, AI নিয়ে বড় ঘোষণা মোদীর

প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিটে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ভারত শীঘ্রই নিজস্ব বৃহৎ ভাষা মডেল (LLM) তৈরি করবে। এই উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিকাশে ভারতের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

Advertisement
আসছে ভারতের নিজস্ব ভাষা মডেল, AI নিয়ে বড় ঘোষণা মোদীর
হাইলাইটস
  • প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিটে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • তিনি জানিয়েছেন, ভারত শীঘ্রই নিজস্ব বৃহৎ ভাষা মডেল (LLM) তৈরি করবে।

প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিটে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ভারত শীঘ্রই নিজস্ব বৃহৎ ভাষা মডেল (LLM) তৈরি করবে। এই উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিকাশে ভারতের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

ভারতের এআই উন্নয়নের রূপরেখা
সামিটে এআই-এর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে কর্মসংস্থানের ধরন বদলাচ্ছে, কিন্তু এআই কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে। তাই এই পরিবর্তনের জন্য দেশকে প্রস্তুত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ভারতের কাছে বিশ্বমানের প্রতিভা রয়েছে এবং নিরাপত্তার প্রশ্নেও দেশ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

ভারতীয় এলএলএম তৈরির প্রয়োজনীয়তা
বিশ্বের অন্যান্য উন্নত দেশ যেমন যুক্তরাষ্ট্র ও চিন ইতিমধ্যেই নিজেদের বৃহৎ ভাষা মডেল তৈরি করেছে। চ্যাটজিপিটি, গেমিনি, পারপ্লেক্সিটির মতো এআই মডেল যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে, অন্যদিকে চিনেও ডিপসিকের মতো প্রযুক্তি চালু হয়েছে। তবে ভারত এখনও পর্যন্ত নিজস্ব কোনও এলএলএম চালু করেনি।

প্রধানমন্ত্রী মোদীর মতে, ভারতের নিজস্ব এলএলএম তৈরি হলে দেশীয় তথ্য আরও নিরাপদ থাকবে এবং স্থানীয় ভাষা ও প্রয়োজন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন করা সম্ভব হবে। বিদেশি সংস্থার ওপর নির্ভরতা কমবে এবং ভারতীয়দের জন্য বিশেষায়িত এআই পরিষেবা প্রদান করা যাবে।

এআই পরিকাঠামো ও সরকারের পরিকল্পনা
তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর আগেই জানিয়েছিলেন, ভারত শীঘ্রই নিজস্ব এআই মডেল তৈরি করবে। এই লক্ষ্যে ভারত ১৮,০০০ জিপিইউ সম্বলিত একটি শক্তিশালী এআই কম্পিউটিং পরিকাঠামো গড়ে তুলছে। এই অবকাঠামো স্টার্টআপ এবং শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে, যাতে তারা এআই প্রযুক্তির বিকাশে আরও অবদান রাখতে পারে।

এছাড়া, এবারের কেন্দ্রীয় বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ৫০০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এই বাজেট এআই গবেষণা, উন্নয়ন এবং স্টার্টআপ ইকোসিস্টেমের প্রসারে ব্যয় করা হবে।

এআই অ্যাকশন সামিট ও ভারতের ভূমিকা
প্যারিসে আয়োজিত এআই অ্যাকশন সামিটে বিশ্বের বহু রাজনৈতিক ও প্রযুক্তিগত নেতা অংশ নিয়েছেন। এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বিকাশ এবং নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর আলোচনা চলছে। প্রধানমন্ত্রী মোদীর যৌথ সভাপতিত্বে আয়োজিত এই সামিটে ভারতের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট হয়েছে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement