
সম্প্রতি ছত্তিশগড়ে একটি নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ছোট মেয়েকে সম্বোধন করে বলেছিলেন যে, আমি শীঘ্রই তোমায় একটি চিঠি লিখব। এখন প্রধানমন্ত্রী মোদী তাঁর প্রতিশ্রুতি পূরণ করে সেই মেয়েটিকে চিঠি লিখেছেন।
ওই কিশোরী কাঙ্কেরে প্রধানমন্ত্রী মোদীর সমাবেশে তাঁর বক্তৃতা শুনতে এসেছিল। এ সময় মেয়েটি প্রধানমন্ত্রী মোদীর স্কেচ তাঁর কাছে তুলে ধরতে চেয়েছিল, যা নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, তুমি ক্লান্ত হয়ে যাবে। তোমার ছবি পুলিশকে দাও, আমার কাছে পৌঁছে যাবে এবং আমি তোমাকে চিঠি লিখব। এবার সেই মেয়েকে চিঠি দিয়ে আশীর্বাদ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তোমাদের মতো মেয়েরাই দেশের ভবিষ্যৎ।
৩রা নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়েছিল৷ প্রধানমন্ত্রী মোদী কাঙ্কেরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন৷ প্রধানমন্ত্রী মোদী যখন ভাষণ দিচ্ছিলেন, তখন ভিড়ের মধ্যে একটি মেয়ে তার হাতে প্রধানমন্ত্রী মোদীর স্কেচ ধরেছিল। স্কেচ নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে যখন মোদীর চোখ পড়ে, তখনই তিনি বলেন, আমি তোমার এই ছবি দেখেছি। এটা চমৎকার।
প্রধানমন্ত্রী মোদী ওই কিশোরীকে বলেন, আমি তোমাকে আশীর্বাদ করি, কিন্তু তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছ। আমি এই পুলিশ সদস্যদের বলি, সে ছবিটি যদি ছবিটি দিতে চায়, তাহলে নিয়ে নাও, অবশ্যই আমার কাছে পৌঁছে যাবে। তোমার ঠিকানা লিখে দাও। আমি অবশ্যই তোমায় একটি চিঠি লিখব। প্রধানমন্ত্রী এ কথা বলতেই মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়ার পর মেয়েটিকে খুব খুশি দেখাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে এই ভিডিও।