প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক সম্মানের খতিয়ান আরও দীর্ঘ হল। বুধবার তাঁকে নামিবিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘অর্ডার অফ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট ওয়েলউইটসচিয়া মিরাবিলিস’-এ ভূষিত করল নামিবিয়া সরকার। দেশটির প্রেসিডেন্ট নেতুম্বো নন্দি-এনদাইতওয়াহ এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মান তুলে দেন ভারতের প্রধানমন্ত্রীর হাতে।
মোদীর এই সম্মান প্রাপ্তি শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বরং তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিচ্ছবি বলেই মনে করছে কূটনৈতিক মহল। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটা বিদেশি সরকারের তরফে মোদীকে দেওয়া ২৭তম আন্তর্জাতিক সম্মান। এর মাধ্যমে তাঁর আন্তর্জাতিক নেতৃত্বের অবস্থান আরও একবার স্বীকৃতি পেল।
এই সফর ছিল প্রধানমন্ত্রীর পাঁচ দেশের বিদেশযাত্রার শেষ পর্ব, এবং একইসঙ্গে নামিবিয়ায় তাঁর প্রথম সফর। উল্লেখযোগ্যভাবে, এটি ভারত থেকে কোনও প্রধানমন্ত্রীর তৃতীয়বার নামিবিয়া সফর।
সফরকালে ভারতের প্রধানমন্ত্রী এবং নামিবিয়ার প্রেসিডেন্টের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনার ফলস্বরূপ, দুই দেশের মধ্যে শক্তি, স্বাস্থ্য, বাণিজ্য এবং পরিবেশ ইত্যাদি নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।