Prime Minister Narendra Modi: 'সিঁদুর' শুধু একটি অপারেশন নয়, বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবিও : PM মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২২তম পর্বে দেশবাসীর উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখলেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান, অপারেশন সিঁদুরের গৌরব, দেশের বিভিন্ন উন্নয়নমূলক সাফল্য, মাওবাদী অধ্যুষিত এলাকার পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণ—সবকিছুই উঠে এল প্রধানমন্ত্রীর কণ্ঠে।

Advertisement
 'সিঁদুর' শুধু একটি অপারেশন নয়, বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবিও : PM মোদী
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২২তম পর্বে দেশবাসীর উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২২তম পর্বে দেশবাসীর উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখলেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান, অপারেশন সিঁদুরের গৌরব, দেশের বিভিন্ন উন্নয়নমূলক সাফল্য, মাওবাদী অধ্যুষিত এলাকার পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণ—সবকিছুই উঠে এল প্রধানমন্ত্রীর কণ্ঠে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত: অপারেশন সিঁদুর নিয়ে গর্ব
প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ক্রুদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ।" তিনি উল্লেখ করেন, ‘অপারেশন সিঁদুর’ শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের সংকল্প, সাহস এবং নবজাগরণের প্রতীক। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর অসামান্য বীরত্ব গোটা দেশবাসীকে গর্বিত করেছে এবং দেশজুড়ে তেরঙ্গা যাত্রা ও জনসমাবেশের মাধ্যমে এক অনন্য দেশাত্মবোধের আবহ তৈরি হয়েছে।

বাসতার অলিম্পিক ও শিশুদের অগ্রগতি
ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত অঞ্চলে অনুষ্ঠিত ‘বাসতার অলিম্পিক’-এর প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওই এলাকার শিশুরা বিজ্ঞান ও খেলাধুলায় অসাধারণ সাফল্য অর্জন করছে, যা প্রমাণ করে তারা সাহস এবং প্রত্যয়ের সঙ্গে নিজেদের জীবন বদলে দিতে এগিয়ে এসেছে।

কাটেঝারিতে প্রথমবার বাস প্রবেশ: উন্নয়নের ছোঁয়া মাওবাদী এলাকায়
প্রধানমন্ত্রী জানান, মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার কাটেঝারি গ্রামে প্রথমবার একটি বাস পৌঁছনো ছিল ঐতিহাসিক ঘটনা। মাওবাদী সহিংসতায় দীর্ঘদিন বন্ধ থাকা যোগাযোগ অবশেষে গড়ে উঠেছে, যা গ্রামের মানুষ ঢাক-ঢোল পিটিয়ে উদ্‌যাপন করেছেন।

গুজরাটে সিংহ সংখ্যা বৃদ্ধি: পরিবেশ সংরক্ষণের বার্তা
পরিবেশ সংরক্ষণে গুজরাটের অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে গির অরণ্যে সিংহের সংখ্যা ৬৭৪ থেকে বেড়ে হয়েছে ৮৯১। পাশাপাশি বন দফতরে নারীদের নিয়োগ বেড়েছে, যা নারীর ক্ষমতায়নেরও প্রতীক।

প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াই, দেশজুড়ে দেশপ্রেমের জোয়ার, মাওবাদী অধ্যুষিত অঞ্চলের উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের সাফল্য—সব মিলিয়ে উঠে এল একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী ভারতের প্রতিচ্ছবি। ‘অপারেশন সিঁদুর’ থেকে কাটেঝারি—প্রতিটি দৃষ্টান্তই ভারতের নবজাগরণের বার্তা বহন করছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement