Modi On Jammu And kashmir Election : কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের ইশতেহারে খুশি পাকিস্তান, ওরা সমর্থনও করছে : মোদী

জম্মু ও কাশ্মীর বিধানসভা ভোটে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোটকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, জম্মু ও কাশ্মীর বিধানসভা ভোটের জন্য যে ইশতেহার ওই জোট সামনে এনেছে তা পাকিস্তানকে খুশি করেছে।

Advertisement
কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের ইশতেহারে খুশি পাকিস্তান, ওরা সমর্থনও করছে : মোদী PM Narendra Modi
হাইলাইটস
  • কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোটকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • তাঁর দাবি, জম্মু ও কাশ্মীর বিধানসভা ভোটের জন্য যে ইশতেহার ওই জোট সামনে এনেছে তা পাকিস্তানকে খুশি করেছে

জম্মু ও কাশ্মীর বিধানসভা ভোটে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোটকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, জম্মু ও কাশ্মীর বিধানসভা ভোটের জন্য যে ইশতেহার ওই জোট সামনে এনেছে তা পাকিস্তানকে খুশি করেছে। পাকিস্তান সেদিকে নজরও রাখছে। 

কাটরাতে একটি জনসভাতে যোগ দেন মোদী। তিনি বলেন, 'কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোট এখন পাকিস্তানের হাততালি কুড়োচ্ছে। পাকিস্তান তো ইশতেহার দেখে খুবই খুশি। তারা প্রকাশ্যে সমর্থনও করছেন।' 

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আশিফ সম্প্রতি আর্টিকেল ৩৭০ বিলোপ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, পাকিস্তানের শেহবাজ শরিফ সরকার ও কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সে এরা চায়, ৩৭০ ধারার বিলোপ। তা নিয়ে অবস্থানও এক। সেই প্রেক্ষিতে এবার মুখ খোলেন  প্রধানমন্ত্রী মোদী। 

তিনি বলেন, 'পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তো সরাসরি কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোটকে সমর্থন করছে। সেই দেশের মন্ত্রী পর্যন্ত প্রকাশ্যে তা বলছেন। তিনি বলছেন, তাঁদের সঙ্গে ভারতের ওই দুই দলের এজেন্ডা মিলে যাচ্ছে। তার মানে পাকিস্তানের যে এজেন্ডা সেটা ভারতে বাস্তবায়িত করতে চাওয়া হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।' 

মোদীর সংযোজন, 'ভারতে কংগ্রেস বা ন্যাশনাল কনফারেন্সের কোনও গুরুত্ব নেই। কিন্তু পাকিস্তানে এরা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তান যেন এদের মাথায় তুলে নাচছে।' 

প্রসঙ্গত, তিনদফায় ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে। তার মধ্যে প্রথম দফার ভোট হয়েছে গতকাল বুধবার। মোট ২৪ আসনে ভোট হয়েছে। তার মধ্যে কাশ্মীরের ১৬ আসনে ও জম্মুর ৮ আসনে। প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন ২১৯ জন প্রার্থী। আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং ১ সেপ্টেম্বর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। গণনা আগামী ৮ অক্টোবর।
 

POST A COMMENT
Advertisement