সংসদে বর্ষাকালীন অধিবেশন চলছে। কংগ্রেস সহ পুরো বিরোধী দলই বিভিন্ন ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করছে। এদিকে, মঙ্গলবার , সুপ্রিম কোর্টের মন্তব্য সম্পর্কে কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী মুখ খুললেন। সোমবার, সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্পর্কে মন্তব্য করে। সেনাবাহিনীর বিরুদ্ধে রাহুলের মন্তব্য নিয়ে, আদালত তাঁকে তিরস্কার করে বলে, আপনি কীভাবে জানলেন যে চিন ২০০০ বর্গকিলোমিটার ভারতীয় জমি দখল করেছে? আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হতেন, তাহলে আপনি তা বলতেন না। এবার আদালতের এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।
আদালতের এই মন্তব্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মাননীয় বিচারকদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে, তাঁরা কে প্রকৃত ভারতীয় তা নির্ধারণ করতে পারেন না। বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে না কে প্রকৃত ভারতীয় এবং কে নয়। এটি তাঁদের আওতায় আসে না। বিচারপতিরা এই সব সিদ্ধান্ত নেবেন না। রাহুল গান্ধীর মনে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও সম্মান রয়েছে। আমার ভাই কখনও সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবেন না, তাঁদের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা রয়েছে। এর ভুল ব্যাখ্যা করা হয়েছে।
উল্লেখ্য, সেনাবাহিনী সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে করা মামলায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। নিম্ন আদালত এই মামলায় সমন জারি করেছিল। সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্যের মামলায় রাহুল গান্ধী তাঁর বিরুদ্ধে মানহানির মামলাকে চ্যালেঞ্জ জানাতে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন। সোমবার শুনানির সময় আদালত রাহুল গান্ধীকে ভর্ৎসনা করে বলে, আপনি কীভাবে জানলেন যে চিন ২০০০ বর্গকিলোমিটার ভারতীয় জমি দখল করেছে? আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হতেন, তাহলে আপনি এই কথা বলতেন না।
প্রসঙ্গত, ২০২৩ সালের ভারত জোড় যাত্রার সময় রাহুল গান্ধী দাবি করেন যে একজন প্রাক্তন সেনা কর্তা তাঁকে বলেছিলেন যে চিন ২০০০ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করেছে। তাঁর এই বক্তব্য রাজনীতির অলিন্দে ঝড় তুলেছিল এবং তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। রাহুলের আবেদনের প্রেক্ষিতে, সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকার এবং অভিযোগকারী উভয়কেই নোটিস জারি করে। তবে আদালত বর্তমানে রাহুল গান্ধীকে স্বস্তি দিয়েছে এবং নিম্ন আদালতে মানহানির মামলার কার্যক্রম স্থগিত করেছে। পাশাপাশি শুনানির জন্য তিন সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে।