জুবেইরের সব কীর্তি ফাঁসদেশ বিরোধী কাজের অভিযোগে পুনের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছিল মহারাষ্ট্রের ATS। তার নাম জুবের হাঙ্গারগেকার। আর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে, নিজের সোশ্যাল নেটওয়ার্ক এবং প্রফেশনাল নেটওয়ার্ককে ব্যবহার করে চরমপন্থী ধারণা ছড়িয়ে দিত জুবের। পাশাপাশি আলকায়াদা এবং এর ভারতীয় উপমহাদেশ শাখার নিয়োগের কাজ করত এই ব্যক্তি।
সম্প্রতি গ্রেফতার করা হয়
২৭ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দেশবিরোধী কাজের জন্য UAPA আইন লাগু হয়েছে। আর তাকে জিজ্ঞাসাবাদ করেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে।
তদন্তকারীরা জানাচ্ছে, জুবের একাধিক টেলিগ্রাম গ্রুপ চালাত। এই গ্রুপগুলি চলত খিলাফত ধারণার উপর নির্ভর করে। এই গ্রুপ কোনও কোনও গণতান্ত্রিক পরিবেশে বিশ্বাস করত না।
এটিএস জানিয়েছে, জুবের গ্রুপের মাধ্যমে নানা প্রোপাগ্যান্ডা ছড়াত। সে মনে করত, 'শরিয়া আইন গণতন্ত্রের কথা বলে না।' আর এই ধারণা জুবায়ের অন্যদের মধ্যেও ছড়িয়ে দিত। পাশাপাশি সে যুবকদের মাধ্যমে ভারতের গণতন্ত্রের উপরও আঘাত হানতে চেয়েছিল বলেই খবর।
আধিকারিকদের দাবি, জুবের ২০১৫ সাল থেকে হায়দরাবাদ এবং পুনের চরমপন্থীদের সঙ্গে মেলেমেশা করে। সেখান থেকেই তার ভাবনাচিন্তায় বদল আসে। সে ইসলাম চরমপন্থার উপর লেখা একাধিক বই পড়েছে। আর সেই তথ্য মিলেছে তার ল্যাপটপ থেকে।
জুবেরের ল্যাপটপ থেকে আলকায়াদার নানা পাবলিকেশন, জিহাদের নামে প্রোপাগ্যান্ড ছড়ানোর কৌশল, বোম তৈরির কৌশল এবং ওসামা বিন লাদেনের বক্তব্যের উর্দু ট্রান্সলেশন পাওয়া গিয়েছে। এই সবই নিয়মিত সে পড়ত বলেই খবর।
এক্ষেত্রে ভারতের DRDO এর ল্যাবরেটরি জুবেরের ল্যাপটপ পরীক্ষা করে। তারাই খুঁজে পায় এ সব বিস্ফোরক তথ্য।
একাধিক ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়
জুবেরের কাছে ছিল একাধিক ডিজিটাল ডিভাইস। আর সেই সব যন্ত্রগুলিকে বাজেয়াপ্ত করে নেয় এজেন্সি। পাশাপাশি তারা জুবেরের কাছে থাকা ১ টিবি ডেটাও বিশ্লেষণ করে।
বিশেষজ্ঞরা মনে করছে, পুনে, সোনাপুর এবং থানেতে জুবায়ের ধর্ম নিয়ে একাধিক ভাষণ দিয়েছে জুবের। আর সেটাই চিন্তার। এছাড়া তদন্তকারীরা জানিয়েছে যে, জুবেরের গ্রেফতারির পর তার এক সহযোগী বহু ডকুমেন্ট নষ্ট করে দেয়। যার ফলে এখনও বেগ পেতে হচ্ছে। যদিও এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। দেখা যাক আগামিদিনে আরও কোনও তথ্য সামনে আসে কি না!