
পঞ্জাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করল বিজেপি। পঞ্জাবের মুখ্যমন্ত্রীও চরণজিৎ সিং চন্নিও একই দাবি করেছেন। পঞ্জাবে ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। একদিন পর ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী। তাই ১৪ তারিখ ভোট স্থগিতের দাবি করেছে গেরুয়া শিবির।
ভোট পিছানোর দাবিতে চিঠি বিজেপির
পঞ্জাবে এক দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। ফলপ্রকাশ ১০ মার্চ। পঞ্জাবে বিজেপির সাধারণ সম্পাদক সুশীল শর্মা চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে। ওই চিঠিতে তিনি লিখেছেন,''১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা ভোটের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শ্রী গুরু রবি দাসের জয়ন্তী ১৬ ফেব্রুয়ারি। অনগ্রসর শ্রেণি-সহ রাজ্যের ৩২ শতাংশ মানুষ ওই দিন উত্তরপ্রদেশের বারাণসীতে গিয়ে উদযাপন করেন। ফলে তাঁদের পক্ষে ভোটের দিন থাকা সম্ভব নয়। ফলে ভোটপ্রক্রিয়া পিছিয়ে দিলে ভোটারদের সুবিধা হবে।''
মুখ্য নির্বাচন কমিশনারকে ভোট স্থগিতের দাবিতে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোমপ্রকাশ। এক সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়ার দাবি করেছে পঞ্জাব লোক কংগ্রেস।
চন্নির দাবি
শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দেন পঞ্জাবর মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। তাঁর দাবি, রবিদাসের জন্মস্থান বারাণসীতে যান বহু মানুষ। কমপক্ষে ২০ লক্ষ মানুষ ১০ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে যাবেন বারাণসী। ফলে তাঁরা ভোটে অংশ নিতে পারবেন না। অন্তত ৬ দিন পিছিয়ে দেওয়া হোক ভোটগ্রহণ।
গুরু রবিদাস জয়ন্তী
চলতি বছর ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী। এটা তাঁর ৬৪৫ তন জন্মজয়ন্তী। ভক্তি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রবিদাস। শিখদের পবিত্র বই 'আদি গ্রন্থে' রবিদাসের ৪০টি দোঁহা রয়েছে। জাতপাতের বিরুদ্ধে আজীবন লড়াই চালিয়েছিলেন তিনি। গুরু রবিদাস জয়ন্তীতে নদীতে ডুব দিয়ে উদযাপন করেন বহু মানুষ।
আরও পড়ুন- দিল্লির রাজপথে ব্রাত্য নেতাজিকে নিয়ে ট্যাবলো! মোদীকে এবার চিঠি মমতার