Jagannath Temple Cyclone Dana: বন্ধ করে দেওয়া হল পুরীর জগন্নাথ মন্দির, ঘূর্ণিঝড় দানার ভয়ে কাঁপছে ওড়িশা

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। বাংলার পাশাপাশি, আতঙ্কের প্রহর গুনছে ওড়িশাও। সাইক্লোন মোকাবিলায় এবার পুরীতে বন্ধ করে দেওয়া হল জগন্নাথ মন্দির। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হল কোনার্ক সূর্য মন্দির। পুরী মানেই তীর্থস্থান। জগন্নাথ মন্দিরে রোজ লাখ লাখ ভক্ত সমাগম হয়। অন্য দিকে, সূর্য মন্দিরেও ভিড় জমান পর্যটকরা। ঘূর্ণিঝড় মোকাবিলায় ওই দুই মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হল। 

Advertisement
বন্ধ করে দেওয়া হল পুরীর জগন্নাথ মন্দির, ঘূর্ণিঝড় দানার ভয়ে কাঁপছে ওড়িশাঘূর্ণিঝড়ের কারণে বন্ধ জগন্নাথ মন্দির।
হাইলাইটস
  • শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'।
  • বাংলার পাশাপাশি, আতঙ্কের প্রহর গুনছে ওড়িশাও।
  • বন্ধ করে দেওয়া হল জগন্নাথ মন্দির।

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। বাংলার পাশাপাশি, আতঙ্কের প্রহর গুনছে ওড়িশাও। সাইক্লোন মোকাবিলায় এবার পুরীতে বন্ধ করে দেওয়া হল জগন্নাথ মন্দির। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হল কোনার্ক সূর্য মন্দির। পুরী মানেই তীর্থস্থান। জগন্নাথ মন্দিরে রোজ লাখ লাখ ভক্ত সমাগম হয়। অন্য দিকে, সূর্য মন্দিরেও ভিড় জমান পর্যটকরা। ঘূর্ণিঝড় মোকাবিলায় ওই দুই মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হল। 


আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশ মেনেই বন্ধ করা হয়েছে জগন্নাথ মন্দির। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ করা হল মন্দির। 


কবে কোথায় ল্যান্ডফল

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সাইক্লোনের নাম 'দানা'। হাওয়া অফিস জানিয়েছে, ২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে সাইক্লোন। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। এই প্রতিবেদন লেখার সময় পারাদ্বীপ থেকে ৫২০ কিমি দূরে রয়েছে দানা। বাংলার সাগরদ্বীপ থেকে দূরত্ব ৬০০ কিমি। 

সাইক্লোন মোকাবিলায় ওড়িশার স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। পুরীতে পর্যটকদের খালি করা হচ্ছে। হোটেলগুলি খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে। 


বাংলায় বৃষ্টির পূর্বাভাস 

হাওয়া অফিস জানিয়েছে,  আজ থেকে ২8 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আজ কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement