Purva Express Fire Incident: রেলকর্মীদের তৎপরতা, 'জ্বলন্ত ট্রেন' হতে হতে বাঁচল হাওড়াগামী পূর্বা এক্সপ্রেস

Purva Express Fire Incident: চন্দৌলি মঝওয়ার স্টেশনের কাছে পূর্বা এক্সপ্রেসের পার্সেল ভ্যানে আগুন লাগার সম্ভাবনা তৈরি হয়েছিল। রেলকর্মীদের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শতাধিক যাত্রী।

Advertisement
রেলকর্মীদের তৎপরতা, 'জ্বলন্ত ট্রেন' হতে হতে বাঁচল হাওড়াগামী পূর্বা এক্সপ্রেসরেলকর্মীদের তৎপরতা, 'জ্বলন্ত ট্রেন' হতে হতে বাঁচল হাওড়াগামী পূর্বা এক্সপ্রেস

Purva Express Fire Incident: দিল্লি থেকে হাওড়াগামী ১২৩৮২ ডাউন পূর্বা এক্সপ্রেস শুক্রবার সকালে বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেল মণ্ডলের চন্দৌলি মঝওয়ার স্টেশনের কাছে ট্রেনের পার্সেল ভ্যানে হঠাৎ করে আগুন ও ধোঁয়া দেখা যায়। এটি ঘটে ব্রেক বাইন্ডিং-এর কারণে, যেখানে অতিরিক্ত ঘর্ষণের ফলে চাকায় আগুন ধরে যায়।

রেলের একজন কর্মী গঞ্জ খোয়াজা স্টেশন পার হওয়ার সময় ট্রেনের পেছনের পার্সেল ভ্যান থেকে ধোঁয়া বের হতে দেখে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম ও চন্দৌলি মঝওয়ার স্টেশনকে খবর দেন। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ট্রেনটি সেই স্টেশনে থামানো হয় এবং ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে আগুন নেভানো হয়। এরপর প্রাথমিকভাবে ট্রেনের ফিটনেস যাচাই করে সকাল ৭:৩০ নাগাদ ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।

নিরাপত্তা ব্যবস্থা:
সাসারামে ট্রেন থামিয়ে আবারও রেল টেকনিক্যাল টিম বগিটি পরীক্ষা করে এবং সেখান থেকে ত্রুটি সারিয়ে ফের রওনা হয় ট্রেনটি। সেখান থেকে নিরাপত্তা নিশ্চিত করতে টেকনিক্যাল টিম সহ ট্রেনটি পাঠানো হয়। একই রকমভাবে, ট্রেনের গয়া পৌঁছার পর আবারও বগিটির পরীক্ষা করা হয় এবং সেখানে কোনও সমস্যা ধরা পড়েনি। গোটা প্রক্রিয়ায় রেলকর্মীদের তৎপরতা ও গুরুত্ব সহকারে পরিস্থিতি সামাল দেওয়ায় পরবর্তীতে আর কোনও বিঘ্ন ছাড়াই ট্রেনটি যাত্রা করেছে।

রেল দফতরের বিবৃতি:
রেল দফতর জানিয়েছে, কখনও কখনও ব্রেক অ্যাপ্লাই হওয়ার পর রিলিজে দেরি হলে এই ধরনের ঘটনা ঘটে। যেহেতু এটি একটি পার্সেল ভ্যান ছিল এবং যাত্রী ছিল না, তাই কোনও প্রাণহানি হয়নি। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে রেলকর্মীরা দুর্ঘটনার আশঙ্কা দূর করেছেন।

 

POST A COMMENT
Advertisement