Advertisement

Putin India Visit Day 2 Live: আজ দ্বিপাক্ষিক বৈঠকে মোদী-পুতিন, বাণিজ্য, প্রতিরক্ষা সহ আর কী কী চুক্তির সম্ভাবনা?

Aajtak Bangla | কলকাতা | 05 Dec 2025, 6:42 AM IST

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধেয় দু'দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দীর্ঘ চার বছর পর ভারত সফরে এলেন পুতিন। আজ, ৫ ডিসেম্বর শুক্রবার পুতিনের ভারত সফরের দ্বিতীয় দিন। প্রতিরক্ষা, বাণিজ্য সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা রয়েছে আজ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধেয় দু'দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দীর্ঘ চার বছর পর ভারত সফরে এলেন পুতিন। আজ, ৫ ডিসেম্বর শুক্রবার পুতিনের ভারত সফরের দ্বিতীয় দিন। প্রতিরক্ষা, বাণিজ্য সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা রয়েছে আজ।বৃহস্পতিবার কালো স্যুট-বুটে পুতিন দিল্লির মাটিতে পা রাখেন। বিমান থেকে নামার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে স্বাগত জানান। সমস্ত প্রোটোকল ভেঙে তিনি তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছন।

6:42 AM(16 minutes ago)

পুতিনের দিনভর কর্মসূচি

Posted by :- Madhurma Dev

৩০ ঘণ্টার ভারত সফরে এসেছেন পুতিন। শুক্রবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করবেন। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দিনভর নানা কর্মসূচি রয়েছে তাঁর। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি হতে পারে। প্রতিরক্ষা ব্যবস্থা ও বাণিজ্য চুক্তি হতে পারে আজ। এর মধ্যে রাশিয়া থেকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে চুক্তিতে স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
 

6:37 AM(21 minutes ago)

ভারত-রাশিয়া চুক্তি: রাশিয়ার এডুকেশন এজেন্সি নয়া দিল্লিতে শাখা চালু করেছে

Posted by :- Madhurma Dev

রাশিয়ার এডুকেশন এজেন্সি সিনার্জি কর্পোরেশন এবং ইনোপ্রাক্টিকা.ইন্ডিয়ার যৌথ উদ্যোগে রাশিয়ায় উচ্চশিক্ষা নেওয়া ভারতীয় শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক সহযোগিতা সম্প্রসারণ এবং সুযোগ বৃদ্ধির জন্য নয়াদিল্লি শাখা খুলেছে।

সিনার্জি কর্পোরেশনের সভাপতি ভাদিম লোবভ বলেন, এই এডুকেশন এজেন্সি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি বলেন, "আজ আমাদের দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ আমরা দীর্ঘদিন ধরে এই সফরের জন্য অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি আবির্ভূত হবে। এটি আমাদের দেশের মধ্যে বন্ধুত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি দুর্দান্ত পদক্ষেপ হবে।"

তিনি আরও বলেন, অনেক ভারতীয় ইতিমধ্যেই উচ্চ শিক্ষার জন্য রাশিয়া ভ্রমণ করেন। নতুন এই সংস্থাটি রাশিয়া এবং ভারতের জনগণের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে।
 

Advertisement