Rahul Election Commission: 'ইলেকশন কমিশন ভোট চুরি করছে, আমাদের কাছে প্রমাণ আছে,' বিস্ফোরক দাবি রাহুলের

নির্বাচন কমিশনকে ব্যবহার করে 'ভোট চুরি' হচ্ছে বলে দাবি করলেন রাহুল গান্ধী। 'এমন তথ্য মিলেছে, যা নির্বাচন কমিশনের ভিত নাড়িয়ে দিতে পারে।' SIR ইস্যুতে এমনই দাবি করলেন রাহুল গান্ধী।

Advertisement
'ইলেকশন কমিশন ভোট চুরি করছে, আমাদের কাছে প্রমাণ আছে,' বিস্ফোরক দাবি রাহুলেরবড়সড় দাবি করলেন রাহুল গান্ধী।
হাইলাইটস
  • নির্বাচন কমিশনকে ব্যবহার করে 'ভোট চুরি' হচ্ছে বলে দাবি করলেন রাহুল গান্ধী।
  • SIR ইস্যুতে এমনই দাবি করলেন রাহুল গান্ধী।
  • তিনি বলেন, 'আমরা নিজেরাই অনুসন্ধান চালিয়েছি।'

Rahul Gandhi Election Commission: নির্বাচন কমিশনকে ব্যবহার করে 'ভোট চুরি' হচ্ছে বলে দাবি করলেন রাহুল গান্ধী। 'এমন তথ্য মিলেছে, যা নির্বাচন কমিশনের ভিত নাড়িয়ে দিতে পারে।' SIR ইস্যুতে এমনই দাবি করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'আমরা নিজেরাই অনুসন্ধান চালিয়েছি। আর তাতে এমনই জিনিস খুঁজে পেয়েছি, যা রীতিমতো অ্যাটম বম্ব, ফাটলে নির্বাচন কমিশন পর্যন্ত সম্পূর্ণ নাড়িয়ে দেবে।' শুধু তাই নয়, নির্বাচন কমিশনকে ব্যবহার করে অনৈতিক কাজেরও অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, 'আপনাদের শাস্তি হবেই। কারণ আপনারা যা করেছেন তা দেশদ্রোহীতার সামিল। ফলে আপনি যেই হন না কেন, অবসরপ্রাপ্ত হলেও, আমরা আপনাকে খুঁজে বের করবই।'

শুক্রবার লোকসভার বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলেছেন। তিনি বলেন, 'ভোট চুরি হচ্ছে এবং তা রীতিমতো প্রকাশ্যে হচ্ছে। আমাদের কাছে এর পাকা প্রমাণ রয়েছে।'

রাহুল গান্ধী বলেন 'নির্বাচন কমিশন এই ভোট কারচুপির সঙ্গে জড়িত। এটা মোটেও হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয়। আমি ১০০ শতাংশ প্রমাণ নিয়েই এটা বলছি। এবার সারাদেশের মানুষই জানতে পারবে যে কীভাবে বিজেপির হয়ে নির্বাচন কমিশন ভোট চুরি করছে। একেবারে ওপেন-শাট কেস এটি। কেউ এই বিষয়ে কোনও প্রশ্নও তুলতে পারবে না।'

তিনি বলেন, 'আমি অত্যন্ত গুরুত্ব দিয়েই এটা বলছি যে, যে-ই এই কাজ করুন না কেন, নির্বাচন কমিশনে বসেই সেটি করছে। উপর থেকে নিচতলা যেখানেই তারা থাকুন না কেন, আমরা তাদের রেহাই দেব না। আমরা তোমাকে ছাড়ব না কারণ, তুমি ভারতবিরোধী কাজ করেছ। এটা দেশর প্রতি বিশ্বাসঘাতকতা। তুমি যেখানেই থাকো না কেন, অবসরপ্রাপ্ত হলেও আমরা তোমাকে খুঁজে বের করব।'

POST A COMMENT
Advertisement