Vladimir Putin Dinner Party: পুতিনের জন্য জমকালো ডিনার পার্টিতে ডাকা হল না রাহুল-খাড়গেকে, আমন্ত্রিত থারুর

রাষ্ট্রপতি ভবনে শুক্রবার রাতে জমকালে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে ভ্লাদিমির পুতিনের জন্য। সেই ডিনার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়নি রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে। বদলে আমন্ত্রিত শশী থারুর। এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত।

Advertisement
পুতিনের জন্য জমকালো ডিনার পার্টিতে ডাকা হল না রাহুল-খাড়গেকে, আমন্ত্রিত থারুরভ্লাদিমির পুতিনের ডিনারে আমন্ত্রিত শশী থারুর
হাইলাইটস
  • পুতিনের জন্য জমকালো ডিনার পার্টি রাষ্ট্রপতি ভবনে
  • আমন্ত্রিত নন মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী
  • বদলে ডাকা হল কংগ্রেস সাংসদ শশী থারুরকে?

রাহুল গান্ধীর অভিযোগ ছিল, সরকার বিরোধী নেতাদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানায়নি। ঐতিহ্য ভঙ্গ করার সেই অভিযোগ তোলার একদিন পরই জানা গেল লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতাাদের পুতিনের ডিনারে আমন্ত্রণ জানানো হচ্ছে না। বরং শুক্রবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে থাকতে পারেন কংগ্রেস সাংসদ শশী থারুর। খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

রাহুল গান্ধী যে ঐতিহ্য ভঙ্গের অভিযোগ তুলেছিলেন, তা ভিত্তিহীন বলে দাবি করেছিল মোদী সরকার। সেখানে ইন্ডিয়া টুডে-র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুতিনের সঙ্গে রাষ্ট্রপতি ভবনের ডিনারে শশী থারুরের থাকার সম্ভাবনার খবর রীতিমতো চমকে দিচ্ছে সকলকে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ জুন লোকসভার বিরোধী দলনেতা হিসেবে শপথ নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত রাহুল গান্ধী তৎকালীন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কমপক্ষে ৪ জন সফররত রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকারের প্রতিনিধি ছাড়া ভিন দেশের সফররত প্রধান আর কারও সঙ্গে দেখা করবেন কি না, তার সিদ্ধান্ত বিদেশ মন্ত্রক নয় সরকারি প্রতিনিধি দল নেয়। 

এদিন রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে এক বর্ণাঢ্য নৈশভোজের আয়োজন করা হয়েছে। রাজনীতি, বাণিজ্য এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। 

সূত্রের খবর, পুতিনের অভ্যর্থনায় আয়োজিত এই পার্টিটি ঐতিহাসিক হতে চলেছে। একটি যৌথ সামরিক ব্যান্ড ভারত ও রাশিয়ার জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করবে। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সঙ্গীতশিল্পীদের সমন্বয়ে গঠিত 'ত্রিসেবা ব্যান্ড' 'সারে জাহা সে আচ্ছা' এবং 'কদম কদম বড়ায়ে যা' সহ দেশাত্মবোধক সুরের মিশ্রণে সঙ্গীত পরিবেশন করবেন রুশ প্রেসিডেন্টের সামনে। 

রাষ্ট্রীয় এই নৈশভোজের মেনুতে ভারতীয় এবং রাশিয়ান খাবার পরিবেশন করা হবে। যার মধ্যে থাকবে কাশ্মীরি ওয়াজওয়া এবং রাশিয়ান বোর্শটের মতো পদ। জমকালো এই ডিনার পার্টিতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনৈতিক ব্যক্তিত্ব এবং শিল্পপতি সহ ১৫০ জনেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement