scorecardresearch
 

কবে-কাকে বিয়ে করছেন, প্রথম চাকরি কোথায়? সব জানালেন রাহুল

কার্লিটেলসের সঙ্গে কথা বলার সময়, রাজনৈতিক বিষয় ছাড়া ব্যক্তিগত বিষয় নিয়েও প্রশ্নের জবাব দেন রাহুল গান্ধী। তাঁর স্কুল জীবন থেকে পছন্দের খাওয়া, সমস্ত কিছু নিয়েই কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। সোনিয়া গান্ধী এবং রাজীব গান্ধীর প্রসঙ্গ উত্থাপন করে রাহুল বলেন, তাঁর বাবা-মায়ের খুব সুন্দর বিয়ে হয়েছিল এবং তাঁরা একে অপরকে খুব ভালোবাসতেন। তাই বিয়ে নিয়ে তাঁরও খুব উচ্চ চিন্তাভাবনা আছে। তিনিও এমনই একজন জীবনসঙ্গীর সন্ধানেই রয়েছেন বলেও জানান রাহুল। 

Advertisement
রাহুল গান্ধী রাহুল গান্ধী
হাইলাইটস
  • ব্যক্তিগত বিষয়ে অকপট রাহুল গান্ধী
  • কথা বললেন নিজের বিয়ে নিয়ে
  • জানালেন কেমন মেয়েকে বিয়ে করবেন

জম্মু ও কাশ্মীরেই রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) শেষ স্টপেজ। কন্যা কুমারী থেকে জম্মু ও কাশ্মীরের এই যাত্রায় রাহুল গান্ধী প্রতিনিয়ত কোনও না কোনওভাবে আলোচনায় থেকেছেন। এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, তিনি কী খেতে পছন্দ করেন আর কী করেন না, তাও জানিয়েছেন এই কংগ্রেস নেতা।

ভারত জোড়ো যাত্রায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কার্লিটেলস-এর সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। সেই সময় রাহুল গান্ধীকে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে খুব মজার উত্তর দেন তিনি। রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয় তিনি বিয়ে নিয়ে কিছু ভাবছেন কিনা? উত্তরে রাহুল গান্ধী বলেন, সঠিক মেয়ে পাওয়া গেলে তিনি বিয়ে করবেন। এরপর তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কেমন ধরনের মেয়ে বিয়ে করবেন? এই বিষয়ে রাহুল বলেন, মেয়েটির মধ্যে ভালবাসা থাকতে হবে এবং বুদ্ধমতী হতে হবে।

রাহুল সোনিয়া-রাজীবের প্রসঙ্গ উত্থাপন করেন
কার্লিটেলসের সঙ্গে কথা বলার সময়, রাজনৈতিক বিষয় ছাড়া ব্যক্তিগত বিষয় নিয়েও প্রশ্নের জবাব দেন রাহুল গান্ধী। তাঁর স্কুল জীবন থেকে পছন্দের খাওয়া, সমস্ত কিছু নিয়েই কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। সোনিয়া গান্ধী এবং রাজীব গান্ধীর প্রসঙ্গ উত্থাপন করে রাহুল বলেন, তাঁর বাবা-মায়ের খুব সুন্দর বিয়ে হয়েছিল এবং তাঁরা একে অপরকে খুব ভালোবাসতেন। তাই বিয়ে নিয়ে তাঁরও খুব উচ্চ চিন্তাভাবনা আছে। তিনিও এমনই একজন জীবনসঙ্গীর সন্ধানেই রয়েছেন বলেও জানান রাহুল। 

কী খেতে পছন্দ করেন রাহুল?
রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রশ্ন করা হয় তিনি কী খেতে পছন্দ করেন? উত্তরে রাহুল বলেন তিনি সব খান। তবে কাঁঠাল ও মটরশুঁটি পছন্দ করেন না। রাহুল বলেন, তিনি যখন বাড়িতে থাকি, খাওয়া-দাওয়ার ব্যাপারে খুবই মেনে চলেন। তবে বাইরে কোনও বিকল্প না থাকায়, যা পান তাই খান। রাহুল বলেন, তেলেঙ্গানার মানুষেরা একটু বেশি ঝাল খান, তাই সেখানে কিছুটা অসুবিধা হয়েছিল। 

Advertisement

রাহুলের প্রথম চাকরি
রাহুল জানান, তিনি সেন্ট স্টিফেন কলেজে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। এর পরে, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি নিয়ে পড়াশোনা করেন। তারপর তাঁর বাবা মারা যান। পরে আমেরিকায় চলে যান। সেখানে রলিন্স কলেজে আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতি নিয়ে অধ্যয়ন করেছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স। রাহুল আরও বলেন যে তিনি লন্ডনে ২৫ বছর বয়সে প্রথম চাকরি করেন। সংস্থার নাম ছিল 'মনিটর'। সেই সময় তিনি ২,৫০০ থেকে ৩,০০০ পাউন্ড বেতেন পেতেন।

আরও পড়ুন - বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা, উস্থিতে শাশুড়িকে খুন করল বৌমার প্রেমিক?

 

Advertisement