Rahul Gandhi বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ধন্যবাদ প্রস্তাবের চর্চা রাহুল গান্ধীর। তিনি বলেন, 'মেক ইন ইন্ডিয়া একটা ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রী এই উদ্যোগকে সফল করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন।' রাহুলের এই বক্তব্যের বিরোধিতা করেন বিজেপি সাংসদরা। তাঁরা প্রতিবাদ করেন।
মেক ইন ইন্ডিয়া-র সমালোচনা করে রাহুল বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া নিয়ে বারবার কথা বলে থাকেন। তা নিয়ে আমার কোনও আপত্তি নেই। কিন্তু দেশের উৎপাদন ব্যর্থ হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীকে দোষারোপ করছি না, প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন,পরিকল্পনা সঠিক ছিল কিন্তু তিনি ব্যর্থ হচ্ছেন।'
রাহুল গান্ধীর অভিযোগ, দেশে উৎপাদন গত ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে রয়েছে। মেক ইন ইন্ডিয়ার উল্লেখ করে রাগা-র নিজের ফোন দেখিয়ে দাবি করেন, 'এই ফোন ভারতে তৈরি বলা হচ্ছে। অথচ সত্যিটা হল এর যন্ত্রাংশ চিন থেকে আসছে আমাদের দেশে। তারপর এখানে অ্যাসেম্বল করা হযচ্ছে। আমরা ভোগের দিকে মনোনিবেশ করেছি, বৈষম্য বেড়েছে।'
পৃথিবীর নানা দেশে ক্রমবর্ধমান বদল হচ্ছে। অথচ সেই পরিবর্তনের সঙ্গে সাজুয্য রাখতে পারছে না ভারত। এমনও অভিযোগ করেন রাহুল। তাঁর কথায়, 'দুনিয়ায় সবকিছু বদলে যাচ্ছে। এর আগে আমাদের দেশে কম্পিউটার বিপ্লব হয়েছিল। আজ তার ফলাফল দেখা যাচ্ছে। সেই সময় কম্পিউটার দেখে মানুষ হাসত। আমি বাজপেয়ীজিকে সম্মান করি। কিন্তু তিনিও এর বিরুদ্ধে কথা বলেছিলেন। ইউক্রেনে যুদ্ধ চলছে। বৈদ্যুতিক মোটর এবং ইঞ্জিন তৈরি করা হচ্ছে। আজ মানুষ এআই নিয়ে কথা বলছে। AI ডেটাতে কাজ করে। প্রশ্ন হল এআই কোন ডেটা ব্যবহার করছে? ভারতের কাছে এই নিয়ে কোনও তথ্য নেই।'
বক্তব্য দিতে উঠেই রাহুল রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করেন। তিনি বলেন, 'রাষ্ট্রপতির ভাষণ সরকারের অর্জনের একটি তালিকা মাত্র। রাষ্ট্রপতির ভাষণ এমন হওয়া উচিত নয়। সেখানে বেকারত্বের কোনও উল্লেখ নেই। যুবদের কর্মসংস্থানের প্রশ্নে স্পষ্ট কোনও দিশা নেই।'