Rahul Gandhi FIR: বিহারের দরভাঙ্গায় অনুমতি ছাড়াই অনুষ্ঠানের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে ২টি এফআইআর। প্রশাসন বলছে, ছাত্রাবাসে কোনো রাজনৈতিক ইভেন্টের অনুমতি ছিল না। কংগ্রেসের দাবি, এটি ছিল সাধারণ ছাত্র সাক্ষাৎ, রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই।
বিহারের দ্বারভাঙা জেলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, তিনি সম্প্রতি দরভাঙ্গার আম্বেদকর হোস্টেলে তফসিলি জাতি ও উপজাতির ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু এই সাক্ষাতের জন্য প্রশাসনের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি।
জেলাশাসনের তরফে জানানো হয়েছে, ছাত্রাবাসে রাজনৈতিক কর্মসূচির অনুমতি ছিল না। তারপরেও সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ঘটনায় রাহুল গান্ধীসহ ২০ জন কংগ্রেস নেতার বিরুদ্ধে লহেরিয়াসরাই থানায় দুইটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তি তৈরি হয়েছে জেলা ও ব্লক কল্যাণ আধিকারিকদের দায়ের করা লিখিত বিবৃতির উপর।
প্রশাসনের বক্তব্য, এটি একটি স্পষ্ট নিয়মভঙ্গের ঘটনা। অন্যদিকে কংগ্রেস বলছে, এটি ছিল একজন সাংসদের সাধারণ জনসংযোগের অংশ— কোনো রাজনৈতিক সভা নয়।