দীপাবলি উপলক্ষে বাড়িতে রঙের পোঁচ দিচ্ছেন রাহুল গান্ধী। শুক্রবার ১০ জনপথের বাসভবনে নিজের হাতেই তুলে নিয়েছেন ব্রাশ। সেই সঙ্গে রংকর্মীদের সঙ্গে কথাও বলেন। মাটির প্রদীপ বানানোর কারিগরদের সঙ্গেও দেখা করেন সনিয়া-তনয়। আর এই ভিডিও মামার সঙ্গে দেখা গেল বোনপো রেহান ভঢরাকেও। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে কি গান্ধী পরিবারের নতুন প্রজন্মও এবার রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছে?
'যাঁদের কঠোর পরিশ্রম ভারতকে আলোকিত করেছে, তাঁদের সঙ্গে দীপাবলি!' এমন কথা লিখে একটি ভিডিও আপলোড করা হয়েছে কংগ্রেসের এক্স হ্যান্ডেলে। যে ভিডিও রাহুলের সঙ্গে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার পুত্র রেহানকে। জল্পনা তুঙ্গে, রেহানও কি এবার হাঁটবে পূর্বসূরীদের পথে? কংগ্রেসের নেতা-কর্মী এমনকি বিরোধীরাও এই ভিডিওটিকে নেহেরু-গান্ধী-ভঢরা পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্যের 'সফট লঞ্চ' হিসেবে দেখছেন।
ভিডিওটির সময়টি তাৎপর্যপূর্ণ। কারণ সদ্য রেহানের মা প্রিয়াঙ্কা গান্ধী ভাঢরা ভোট-রাজনীতিতে প্রবেশ করেছেন। কেরলের ওয়েনাড় আসনটি রাহুল গান্ধী ছেড়ে দেওয়ায় সেখানে তিনি প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্রও পেশ করেছেন।
एक दिवाली उनके साथ, जिनकी मेहनत से रौशन है भारत! pic.twitter.com/bfmmrjZD2S
আরও পড়ুন
— Rahul Gandhi (@RahulGandhi) November 1, 2024
২৪ বছর বয়সী রেহান ভাঢরার ওয়েবসাইট অনুসারে, তিনি ভিজ্যুয়াল শিল্পী এবং কিউরেটর। রেহানের ভিজ্যুয়াল কাজ বন্যপ্রাণী এবং রাস্তা থেকে বাণিজ্যিক ফটোগ্রাফি পর্যন্ত। তিনি নয়াদিল্লি এবং মুম্বই-সহ অনেক জায়গায় কাজের প্রদর্শনী করেছেন।
নিজের ভিডিওতে রাহুল গান্ধী বলেছেন,'সাধারণত যখন আমরা দীপাবলি উদযাপন করি,তখন আমরা সেই লোকদের নিয়ে কথা বলি না যাঁরা আমাদের বাড়িতে আনন্দ নিয়ে আসে। আমি আজ তাঁদের সঙ্গে কথা বলে সমস্যাগুলি জানতে চাই'। ভিডিওয় রেহানকে রাহুলকে সাহায্য করতে দেখা যায়। ব্রাশে হাত দিয়ে রং করার চেষ্টা করেছেন।