scorecardresearch
 

Bharat Jodo Yatra: 'বোমায় উড়িয়ে দেব,' ভারত জোড়ো যাত্রার MP ঢোকার আগে হুমকি রাহুলকে

'ভারত জোড়ো' (Bharat Jodo) যাত্রা চলাকালীন খুনের হুমকি পেলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। মধ্যপ্রদেশে তাঁর যাত্রা ঢোকার আগে ইন্দোরে ওই হুমকি চিঠি পান রাহুল। শুক্রবার সকালে একটি মিষ্টির দোকানের বাইরে ওই হুমকি চিঠিটি পাওয়া গেছে বলে জানা গেছে।

Advertisement
Rahul Rahul
হাইলাইটস
  • শুক্রবার সকালে একটি মিষ্টির দোকানের বাইরে ওই হুমকি চিঠিটি পাওয়া গেছে বলে জানা গেছে।
  • পুলিশ জানিয়েছে ওই দোকানের পাশে লাগানো সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। 

'ভারত জোড়ো' (Bharat Jodo) যাত্রা চলাকালীন খুনের হুমকি পেলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। মধ্যপ্রদেশে তাঁর যাত্রা ঢোকার আগে ইন্দোরে ওই হুমকি চিঠি পান রাহুল।

শুক্রবার সকালে একটি মিষ্টির দোকানের বাইরে ওই হুমকি চিঠিটি পাওয়া গেছে বলে জানা গেছে।
আজতককে (AajTak) পুলিশ জানিয়েছে ওই দোকানের পাশে লাগানো সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। 

আজ 'ভারত জোড়ো' যাত্রার ৭২ তম দিন। কংগ্রেসের (Congress) এই যাত্রা ৭ই নভেম্বর মহারাষ্ট্রে ঢুকেছিল। এদিন যাত্রাটি বালাপুর (আকোলা জেলা) থেকে শেগাঁও (বুলধানা জেলা) পর্যন্ত যায়। 

রাহুলের 'ভারত জোড়ো' যাত্রা ২০ নভেম্বর বুলধানা জেলার (মহারাষ্ট্র) জলগাঁও জামোদ থেকে মধ্যপ্রদেশের বুরহানপুরে প্রবেশ করবে। এরপর ২১ নভেম্বর বিশ্রাম। যাত্রাটি ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল। 

এদিন ৭২তম দিনে মহারাষ্ট্রের (Maharastra) বালাপুর থেকে শুরু হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রা। এদিনও হাঁটতে হাঁটতেই স্থানীয় মানুষজন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী।


আরও পড়ুন: 'কিছু দেশ সন্ত্রাসবাদকে সাহায্য করছে,' পাকিস্তানকেই নিশানা মোদীর ?

 

Advertisement