scorecardresearch
 

Amartya Sen: রাহুলকে প্রধানমন্ত্রী দেখতে চান? প্রশংসা করেও তাত্‍পর্যপূর্ণ মন্তব্য অমর্ত্যর

Rahul Gandhi: সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাত্‍কারে নবতিপর অর্থনীতিবিদের মতে, 'ভারত জোড়ো যাত্রা' রাহুলকে একজন জাতীয় নেতা হিসেবে তৈরি করেছে। একই সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকেও উন্নত করেছে।

Advertisement
Amartya Sen and Rahul Gandhi Amartya Sen and Rahul Gandhi
হাইলাইটস
  • ছাত্রাবস্থায় রাহুলকে যে রাজনীতি খুব একটা টানত না
  • 'নিজের কোয়ালিটিতে তো ভোটে জেতা যায় না'
  • রাহুল গান্ধী প্রধানমন্ত্রী প্রসঙ্গ এড়িয়ে গেলেন অমর্ত্য 

বিগত কয়েক বছরে রাহুল গান্ধী (Rahul Gandhi) রাজনৈতিক নেতা হিসেবে তাত্‍পর্যপূর্ণ ভাবেই অনেকটা পরিপক্ক হয়ে উঠেছেন। লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে এমনই মনে করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)।  তবে রাহুলের প্রশংসা করলেও রাষ্ট্রনেতা হওয়ার প্রশ্নে খানিকটা সংযত মন্তব্যই করলেন অমর্ত্য। তাঁর বক্তব্য, বর্তমান এনডিএ সরকারের আমলে সংসদে বিরোধী নেতা হিসেবে রাহুল কেমন পারফর্ম করবেন, এটাই হচ্ছে সত্যিকারের পরীক্ষা। 

ছাত্রাবস্থায় রাহুলকে যে রাজনীতি খুব একটা টানত না

সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাত্‍কারে নবতিপর অর্থনীতিবিদের মতে, 'ভারত জোড়ো যাত্রা' রাহুলকে একজন জাতীয় নেতা হিসেবে তৈরি করেছে। একই সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকেও উন্নত করেছে। ছাত্রাবস্থায় রাহুলকে যে রাজনীতি খুব একটা টানত না, তাও জানালেন অমর্ত্য সেন।  নোবেলজয়ী অর্থনীতিবিদের কথায়, 'আমি মনে করি, রাহুল এখন অনেক ম্যাচিওর। আমি ওকে চিনি ও যখন ট্রিনিটি কলেজে পড়ত, তখন থেকে। আমি ওই কলেজে যখন পড়াতাম। ও আমার কাছে আসত, এবং ভবিষ্যতে ও ঠিক কী করতে চায়, তা নিয়ে তখন ও স্পষ্ট ছিল না। রাজনীতির বিষয়ে ওর তখন আগ্রহ ছিল না। রাজনীতি ওকে টানত না।'

আরও পড়ুন

'নিজের কোয়ালিটিতে তো ভোটে জেতা যায় না'

তবে রাহুল গান্ধী সক্রিয় ভাবে রাজনীতিতে আসার পর থেকে এখনও পর্যন্ত তাঁর সফর নিয়ে তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করেছেন অমর্ত্য সেন। বললেন, 'আমার মনে হয়, ও যখন রাজনীতিতে প্রবেশ করেছিল, প্রথম দিকে পায়ের তলায় জমি পেতে অসুবিধা হয়েছে। তবে ওর সাম্প্রতিক পারফর্ম্যান্স দুর্দান্ত। নিজের কোয়ালিটিতে তো ভোটে জেতা যায় না, ভোটে জয় নির্ভর করে, দেশ কী চাইছে, তার উপর।' 

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী প্রসঙ্গ এড়িয়ে গেলেন অমর্ত্য 

Advertisement

ভারতের পরবর্তী প্রধানন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে দেখতে চান? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন অমর্ত্য সেন। হেসে বললেন, 'আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব না (বলেই হেসে উঠলেন)। কোনও ব্যক্তি কীভাবে প্রধানন্ত্রী হন, তা নির্দিষ্ট করে ধরা মুশকিল।'

এরপরেই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তাঁর বন্ধু মনমোহন সিংয়ের প্রসঙ্গ টানেন অমর্ত্য। নিজের ছাত্র জীবনের স্মৃতি টেনে বলেন, 'আমি যখন দিল্লিতে ছাত্র ছিলাম, কেউ আমাকে যখন জিগ্গেস করত, দেশের প্রধানমন্ত্রী আমাদের গ্রুপে কে হতে পারে? আমি মনমোহন সিংকে সবচেয়ে কম নম্বর দিতাম মনমোহন সিং'কে। অথচ তিনি নিজেকে একজন দক্ষ প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন।' 

 

Advertisement