বিহারে ভোটার তালিকা সংশোধন এবং ‘ভোট চুরি’র অভিযোগকে কেন্দ্র করে সোমবার বিরোধী দলগুলির সাংসদরা সংসদ থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে পদযাত্রা করেন। কিন্তু পুলিশ মাঝপথে তাদের আটকায়। পদযাত্রায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে-সহ বহু সাংসদ অংশ নেন।
পদযাত্রার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের নোটিশ প্রসঙ্গে বলেন, 'আমি কেন সই করব? এটা তাদের তথ্য, আমার নয়। আমরা এটি দিয়ে দিয়েছি, আপনারা ওয়েবসাইটে প্রকাশ করুন, সবাই জানতে পারবে। শুধু বেঙ্গালুরু নয়, দেশের নানা নির্বাচনী এলাকায় এই ঘটনা ঘটেছে। কমিশন জানে যে তাদের তথ্য ফাঁস হবে, তাই নিয়ন্ত্রণ ও লুকোনোর চেষ্টা চলছে।'
নির্বাচন কমিশন কর্নাটকের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে কমিশন তাঁর কাছে ভোটারদের নাম, ঠিকানা ও পরিচয়পত্র সংক্রান্ত অনিয়মের প্রমাণ এবং সেই অভিযোগের উপর স্বাক্ষরিত হলফনামা চেয়েছে। পাশাপাশি সতর্ক করেছে, যদি প্রমাণ না দেন, তবে তাঁর বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং জনসাধারণকে বিভ্রান্ত করা বন্ধ করতে হবে।