বিহার বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে। আর ঠিক সেই সময়েই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিল এক ছবি। বিজেপির দাবি, রাহুল গান্ধী নাকি মলয়েশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাংকাভিতে ছুটি কাটাচ্ছেন। একটি ছবি হাতিয়ার করে তীব্র আক্রমণে নেমেছে বিজেপি নেতৃত্ব। এই ছবির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in ।
ছবি ঘিরে বিতর্ক
বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স-এ (টুইটার) রাহুল গান্ধীর একটি ছবি শেয়ার করেন। সেখানে রাহুলকে সাদা টুপি ও জিন্স শর্টসে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। মালব্যর দাবি, 'রাহুল গান্ধী আবারও হঠাৎ নিখোঁজ। এ বার মলয়েশিয়ার লাংকাভিতে গোপন ছুটিতে গিয়েছেন তিনি।'
অমিত মালব্য কটাক্ষ করে লিখেছেন, 'বিহারের গরম হাওয়া ও ধুলোবালি সহ্য করতে না পেরে কংগ্রেসের যুবরাজকে ছুটি কাটাতে যেতে হয়েছে। অথবা এটা কোনও গোপন বৈঠকও হতে পারে।' তাঁর অভিযোগ, বিহার ভোটের সময় দেশের মানুষের জন্য না ভেবে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন কংগ্রেস নেতা।
ভোটার অধিকার যাত্রার পরেই ছুটি?
সম্প্রতি রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব যৌথভাবে বিহারে 'ভোটার অধিকার যাত্রা' করেছিলেন। ১ সেপ্টেম্বর সেই পদযাত্রা শেষ হয়। প্রায় ১,৩০০ কিলোমিটার রাস্তা রোড শো করেন রাহুল। বিহারের ২৫টি জেলা ও প্রায় ১১০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দিয়ে যান তাঁরা। প্রায় ২ সপ্তাহ এক নাগাড়ে প্রচার চালান রাহুল। বিজেপির দাবি, তারপরেই মালয়েশিয়ায় ছুটিতে চলে গিয়েছেন কংগ্রেস সাংসদ। যদিও এই বিষয়ে এখনও কিছু জানাননি রাহুল গান্ধী।
এর আগেও বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে
এই প্রথম নয়। রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন তুলেছে বিজেপি। বিশেষত, সংসদ অধিবেশন চলাকালীন কিংবা ভোটের প্রচারের সময় তাঁর বিদেশযাত্রা নিয়ে বারবার কটাক্ষ শোনা গিয়েছে। চলতি বছর বাজেট অধিবেশনের সময়ও রাহুল গান্ধীর ভিয়েতনাম সহ একাধিক বিদেশ সফর নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছিল।