বিহারে ভোটপ্রচারে রাহুল গান্ধী ভোট বড় বালাই। নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের মন জয় করতে নৌকা থেকে পুকুরে ঝাঁপ রাহুল গান্ধীর। শুধু ঝাঁপই দিলেন না, ধরলেন মাছও। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
চলতি নভেম্বর মাসে বিহারে বিধানসভা ভোট। ৬ তারিখ প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ের হবে ১১ তারিখ। তাই সব রাজনৈতিক দলই এখন ভোটের প্রচারে ব্যস্ত। ব্যতিক্রম নন রাহুল গান্ধীও। তবে প্রচারে গিয়ে এবার যে কাণ্ড তিনি করলেন তা নজর কেড়েছে সাধারণ ভোটারদের।
রবিবার বেগুসরাইয়ে ভোটের প্রচারে যান রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানাইয়া কুমার ও মহাজোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন রাহুল। হঠাৎই নৌকা থেকে ঝাঁপ দেন তিনি। সংসদের বিরোধী দলনেতার এই কাণ্ড দেখে ততক্ষণে অবাক উপস্থিত লোকজন।
কিন্তু রাহুল কেন ঝাঁপ দিলেন তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। দেখা যায়, সেখানে আগে থেকে উপস্থিত থাকা অনেকেই সাধারণ মশারি দিয়ে মাছ ধরছিলেন। রাহুলও তাতে হাত লাগান। তিনিও মাছ ধরতে শুরু করেন। ততক্ষণে সেখানে স্লোগান উঠতে শুরু করেছে, 'রাহুল গান্ধী জিন্দাবাদ'। এদিকে রাহুল তখনও মাছ ধরতে ব্যস্ত। আর সবার সঙ্গে তিনিও জাল টেনে পাড়ে নিয়ে এলেন। সেই ছবিও দেখা গেল।
রাহুল গান্ধীকে এমন ভূমিকায় দেখে খুশি স্থানীয় বাসিন্দারা। একজন বলেন, 'আমরা আগে কখনও এমন দৃশ্য দেখিনি। এতবড় একজন নেতা এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাও এভাবে সেটা আমাদের কল্পনার অতীত।' এর আগে ওই এলাকার ভোটারদে বাড়ি বাড়ি গিয়ে কথাও বলেন রাগা। খাবার খান।
মুকেশ সাহানি বলেন, 'রাহুল গান্ধীর এই পদক্ষেপকে কেবল ভোটপ্রচার বললে ভুল হবে। তিনি বিহারের মাটির সঙ্গে সংযোগ স্থাপন করেছেন।'