অভিষেক বন্দ্যোপাধ্যায় (বাঁ দিকে), রাহুল গান্ধী (ডান দিকে)কয়েকদিন আগেই ৩০টি পুশআপ মেরে চমকে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পর এবার লোকসভার বিরোধী দলনেতার পালা। মধ্যপ্রদেশে কংগ্রেসের একটি ট্রেনিং ক্যাম্পে ডন বৈঠক করতে দেখা গেল রাহুল গান্ধীকে। অভিষেককে কি টক্কর দিতে পারলেন তিনি?
রাহুলকে শাস্তি
জানা গিয়েছে, শাস্তিস্বরূপ এই পুশআপ করতে হয়েছে রাহুল গান্ধীকে। কে শাস্তি দিল তাঁকে? আসলে রবিবার মধ্যপ্রদেশের পাঁচমারিতে কংগ্রেসের ট্রেনিং ক্যাম্পে দলীয় সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। কিন্তু তিনি সেই বৈঠকে দেরি করে পৌঁছন। কংগ্রেস সূত্রে খবর, দলের এই ক্যাম্পে শৃঙ্খলারক্ষার জন্য কর্মীদের নির্দিষ্ট সময়ে পৌঁছনোর বিষয়ে জোর দেওয়া হয়। আর সেখানে খোদ রাহুল দেরি করে পৌঁছনোয় কর্মীদের মধ্যে ভুল বার্তা যেতে পারে। সে কারণে প্রতীকী শাস্তি হিসেবে রাহুলকে পুশ আপ করে দেখাতে বলা হয়।
রবিবার প্রায় ২০ মিনিট লেট ছিলেন রাহুল। আর সে কারণে ক্যাম্প সচিব সচিন রাও মজার ছলে বলেন, 'যাঁরা দেরি করে এসেছেন তাঁদের শাস্তি পেতে হবে। রাহুল গান্ধীকে পুশআপ করে দেখাতে হবে।'
কতগুলি পুশআপ করলেন রাহুল?
লোকসভার বিরোধী দলনেতা হাসিমুখে শাস্তি মাথা পেতে নেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে পারেননি তিনি। ১০টি পুশআপ করেন রাহুল। অভিষেক করেছিলেন ৩০টি।
রাহুল ডন বৈঠক দেখতে ক্যাম্পে তখন কংগ্রেস কর্মীদের ভিড় উপচে পড়েছে। সকলেই করতালি দেন। কেউ কেউ রাহুলের ডন বৈঠক ক্যামেরাবন্দি করেন। মধ্যপ্রদেশ কংগ্রেসের নেতা অভিনব বারোলিয়া সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘আমাদের নেতা রাহুল গান্ধীর জন্য এটা নতুন বা আশ্চর্যজনক কিছু নয়। আমাদের শিবিরে আমরা কঠোর ভাবে শৃঙ্খলা মেনে চলি। আমাদের দলে এমন একটি গণতন্ত্র রয়েছে, যেখানে সব সদস্যই সমান। আমাদের দল BJP-র মতো নয়। এখানে সকলের সঙ্গে সমান আচরণ করা হয়।’
রাজনীতির মঞ্চে যাঁরা দাপিয়ে বেড়ান, তাঁদের ফিট থাকাটা বড্ড জরুরি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই নানা সময়ে নিজেদের ফিটনেস নিয়ে প্রকাশ্যে আলোচনা করেছেন। পিছিয়ে নেই রাহুল গান্ধীও। তালিকায় নবতম সংযোজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক অনুষ্ঠান মঞ্চে উঠে ৩৭ বছর বয়সি এই তৃণমূল নেতা টানা ৩০টি পুশ আপ করে সম্প্রতি সকলকে চমকে দিয়েছেন। দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুগামীরা।