Rahul Gandhi: 'ন্যায়বিচার দিতেই হবে', বাধা পেরিয়ে হরিওম বাল্মীকির পরিবারের সঙ্গে দেখা করে বললেন রাহুল

দলিত যুবক হরিওম বাল্মীকির হত্যাকাণ্ড নিয়ে উত্তাল উত্তরপ্রদেশের রাজনীতি। কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার ফতেহপুরে পৌঁছে হরিওমের পরিবারের সঙ্গে দেখা করেন। এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। পরে সাংবাদিকদের বলেন, 'আমি দেখা করি বা না করি, পরিবারটিকে ন্যায়বিচার দিতেই হবে।'

Advertisement
'ন্যায়বিচার দিতেই হবে', বাধা পেরিয়ে হরিওম বাল্মীকির পরিবারের সঙ্গে দেখা করে বললেন রাহুল
হাইলাইটস
  • দলিত যুবক হরিওম বাল্মীকির হত্যাকাণ্ড নিয়ে উত্তাল উত্তরপ্রদেশের রাজনীতি।
  • কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার ফতেহপুরে পৌঁছে হরিওমের পরিবারের সঙ্গে দেখা করেন।

দলিত যুবক হরিওম বাল্মীকির হত্যাকাণ্ড নিয়ে উত্তাল উত্তরপ্রদেশের রাজনীতি। কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার ফতেহপুরে পৌঁছে হরিওমের পরিবারের সঙ্গে দেখা করেন। এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। পরে সাংবাদিকদের বলেন, 'আমি দেখা করি বা না করি, পরিবারটিকে ন্যায়বিচার দিতেই হবে।'

তিনি অভিযোগ করেন, পরিবারটিকে সরকারি অফিসাররা হুমকি দিয়েছে। এবং একটি ভিডিও বানাতে বাধ্য করেছে, যাতে তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা না করার কথা বলে।

প্রশাসনিক বাধার মধ্যেও সাক্ষাৎ
সকালেই কানপুর হয়ে রাহুল গান্ধী সড়কপথে ফতেহপুর পৌঁছান। শুরুতে হরিওমের পরিবার তার সঙ্গে দেখা করতে অস্বীকার করায় পুলিশ কনভয় থামিয়ে দেয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর রাহুলকে দেখা করার অনুমতি দেওয়া হয়।

রাহুল গান্ধীর বক্তব্য
পরিবারের অবস্থা তুলে ধরে রাহুল বলেন, 'তারা কোনও অপরাধ করেনি, অপরাধ তাঁদের বিরুদ্ধে হয়েছে। অথচ তাঁরা যেন বন্দি, ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। একটি মেয়ের অপারেশন আছে, তাও বাইরে যেতে পারছে না।'
তিনি রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়ে বলেন, 'সারা দেশে দলিতদের ওপর নিপীড়ন চলছে। মুখ্যমন্ত্রীকে বলব, পরিবারটিকে ন্যায়বিচার দিন, অপরাধীদের রক্ষা করবেন না।'

পরিবারের দ্বৈত বার্তা
হরিওমের ছোট ভাই শিবম বাল্মীকি আগেই এক বিবৃতিতে স্পষ্ট করেন যে তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন না। তিনি বলেন, 'সরকার আমাদের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরি দিয়েছে। আমি সরকারের উপর সন্তুষ্ট। রাহুল গান্ধী বা অন্য কোনও নেতার রাজনীতি করার জন্য আসা উচিত নয়।' তবে রাহুলের দাবি অনুযায়ী, পরিবারের সদস্যরা পরে জানান যে, তাদের ওপর চাপ সৃষ্টি করে এই বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে।

প্রশাসনের বক্তব্য
ফতেহপুরের এডিএম (সিটি) অবিনাশ ত্রিপাঠি বলেন, 'রাহুল গান্ধী জেড প্লাস নিরাপত্তা ভোগ করেন। আমরা সবরকম নিরাপত্তা দিয়েছি। পরিবারকে আর্থিক সহায়তা এবং চাকরি দেওয়া হয়েছে।' প্রশাসনের তথ্যমতে, হরিওমের স্ত্রী ও বাবাকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়েছে, এবং তার বোন কুসুম দেবীকে নার্স হিসাবে মেডিকেল কলেজে আউটসোর্সড স্টাফ হিসেবে নিয়োগ করা হয়েছে।

Advertisement

কী ঘটেছিল
২ অক্টোবর রায়বরেলিতে দলিত যুবক হরিওম বাল্মীকিকে পিটিয়ে খুন করা হয়। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং সরকার তরফ থেকে পরিবারের প্রতি পদক্ষেপ নেওয়া হয়েছে। রাহুল গান্ধীর এই সফর রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে, পরিবারের মধ্যে দ্বৈত বক্তব্য, প্রশাসনের ভূমিকা এবং রাজনীতিক হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তবে রাহুল গান্ধী স্পষ্ট করে দেন, 'ন্যায়বিচার একটি পারিবারিক বা রাজনৈতিক বিষয় নয়, এটি মৌলিক অধিকার।'

 

POST A COMMENT
Advertisement