scorecardresearch
 

Rahul Gandhi: কংগ্রেসেরই সভা, মাইক বন্ধের জন্য BJP-র দিকে ইঙ্গিত রাহুলের

কংগ্রেস দলীয় কর্মসূচিতে রাহুল দাবি করলেন,দলিতদের নিয়ে কথা বললেই তাঁর মাইক বন্ধ হয়ে যায়। মাইক বন্ধ করলেও তিনি বলবেন।

Advertisement
রাহুল গান্ধী রাহুল গান্ধী
হাইলাইটস
  • দলিতদের নিয়ে কথা বললেই তাঁর মাইক বন্ধ হয়ে যায়।
  • অভিযোগ করলেন রাহুল গান্ধী।

উপলক্ষ- সংবিধান দিবসের ৭৫ বছর পূর্তিতে কংগ্রেসের অনুষ্ঠান।
স্থান- দিল্লির তালকাটোরা স্টেডিয়াম।

ওই কর্মসূচিতে ভাষণ দিচ্ছিলেন রাহুল গান্ধী। আচমকা বন্ধ হল তাঁর মাইক। দীর্ঘক্ষণ পরে মাইক ঠিক হল। রাহুল গান্ধী বললেন,'যত খুশি মাইক বন্ধ করুন। থামব না'। 

কংগ্রেস দলীয় কর্মসূচিতে রাহুল দাবি করলেন,দলিতদের নিয়ে কথা বললেই তাঁর মাইক বন্ধ হয়ে যায়। মাইক বন্ধ করলেও তিনি বলবেন। নিজের ভাষণ শেষ করবেন। রাহুলের কথায়,'সংবিধান অহিংসার পথ দেখায়। সংবিধান সত্য ও অহিংসার বই। সংবিধান হিংসার অনুমতি দেয় না। আমরা যেখানেই সরকার গঠন করব, সেখানেই জাতিগত গণনা করব। অনগ্রসর শ্রেণির মানুষের সংখ্যা বেশি হলেও তাঁরা সুযোগ-সুবিধা কম পাচ্ছেন কেন'?

আরও পড়ুন

তিনি আরও বলেন,'কোনও দলিত বা ওবিসি-কে দেখবেন না বড় কোম্পানির মালিক? আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান পড়েননি। ভারতের হাজার বছরের চিন্তাধারা, একবিংশ শতাব্দীতে ভারতের সামাজিক ক্ষমতায়নের কথা রয়েছে সংবিধানে। আছেন আম্বেদকর, ফুলে, বুদ্ধ এবং গান্ধীও'।

রাহুল যোগ করেন,'আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এতে কি সাভারকরের কথা আছে? কোথাও লেখা আছে হিংসার কথা। এটা কি কোথাও লেখা আছে যে কোনও ব্যক্তিকে মারতে হবে? সংবিধান সত্য ও অহিংসার বই। তেলেঙ্গানায় আমরা জাতিগত গণনা করি। কর্ণাটক, তেলেঙ্গানা হোক বা ভবিষ্যতে যেখানেই আমাদের সরকার আসুক, এটা আমরা করেই ছাড়ব'।

পরিসংখ্যান দিয়ে লোকসভার বিরোধী দলনেতা বলেন,'ভারতের জনসংখ্যার দিকে তাকালে দেখা যাবে দেশে ১৫ শতাংশ দলিত আছেন। ৮ শতাংশ আদিবাসী, প্রায় ১৫ শতাংশ সংখ্যালঘু মানুষ থাকেন। কিন্তু পিছিয়ে পড়া লোকের সংখ্যা কত? কেউ জানে না। কেউ বলছেন, দেশে অনগ্রসর শ্রেণির সংখ্যা ৫০ শতাংশ, আবার কেউ বলছেন ভিন্ন পরিসংখ্যান। বিভিন্ন রাজ্যে বিভিন্ন পরিসংখ্যান দেওয়া হয়েছে। অনগ্রসর শ্রেণি ৫০ শতাংশের কম নয়। ৫০ শতাংশ অনগ্রসর শ্রেণি, ১৫ শতাংশ দলিত, প্রায় 8 শতাংশ উপজাতি এবং ১৫ শতাংশ সংখ্যালঘুকে ধরলে দেশের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই পিছিয়ে পড়া শ্রেণির'। 

Advertisement

Advertisement