২০২৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের লক্ষ্য যে OBC বা সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক ফেরানো, তা ফের স্পষ্ট করে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় সমস্যা নয়, সবচেয়ে বড় সমস্যা হল আরএসএস। OBC-দের সবচেয়ে বড় শত্রু আরএসএস।
আজ অর্থাত্ শুক্রবার দিল্লিতে কংগ্রেস আয়োজিত 'ওবিসি অংশীদারিত্ব ন্যায় মহাসম্মেলন'-এ বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভুল স্বীকারও করলেন। রাহুলের কথায়, ‘আমি ওবিসিদের ঠিকমতো বুঝতে পারিনি। এটা আমার অন্যতম বড় রাজনৈতিক ব্যর্থতা।’ এই স্বীকারোক্তির সঙ্গে রাহুল যে বার্তাটি দিলেন, তা হল আগামীদিনে কংগ্রেসের রাজনীতির মূল স্তম্ভ হবে ওবিসি-দের অধিকার এবং জাতিগত ভিত্তিতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লড়াই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির হিন্দুত্ব বনাম কংগ্রেসের ‘সামাজিক ন্যায়’-এর লড়াই আরও স্পষ্ট হতে চলেছে এই বক্তব্যের পর।
ওবিসিদের বুঝতে দেরি হয়েছে
রাহুল গান্ধীর বক্তব্য, ‘আমি দলিত, আদিবাসী, মহিলা, এই সমস্ত সমাজের সমস্যাকে গুরুত্ব দিয়েছি। এমজিএনরেগা, খাদ্য নিরাপত্তা আইন, বনাধিকার আইন, সব করেছি। কিন্তু ওবিসিদের অবস্থান বোঝার ক্ষেত্রে পিছিয়ে পড়েছিলাম। যদি ইউপিএ সরকারের সময়েই ওবিসি সমাজের গভীর সঙ্কট বুঝতে পারা যেত, তবে তখনই জাতিগত জনগণনা চালু করা হত।‘
এখন OBC-র লড়াই আমার অগ্রাধিকার
রাহুল জানান, এখন ওবিসি-দের অধিকার প্রতিষ্ঠার লড়াইই হবে তাঁর রাজনৈতিক লক্ষ্য। জাতিগত জনগণনা হোক কিংবা সংরক্ষণ বৃদ্ধি, সবেতেই সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি। মজার ছলে বলেন, ‘প্রিয়াঙ্কা গান্ধীকে জিগ্গেস করুন, আমি কোনও কিছু ঠিক করলে কি পিছিয়ে আসি?’ এ বক্তব্যে রাহুল তাঁর রাজনৈতিক অভিমুখ স্পষ্ট করেছেন, তিনি জাতভিত্তিক গণনা ও সামাজিক সংরক্ষণ বাড়ানোর মাধ্যমে বিজেপির 'এক জাতি' ভাবনার পাল্টা সামাজিক প্রকল্প দাঁড় করাতে চাইছেন।
তেলঙ্গানার জাতিগত গণনা এক রাজনৈতিক ভূমিকম্প
কংগ্রেস শাসিত তেলঙ্গানায় জাতিগত গণনার ফলাফলকে রাহুল বললেন ‘সুনামি’র মতো। এই সার্ভে দেখিয়েছে, কর্পোরেট অফিস, প্রশাসন, বড় চাকরিতে ওবিসি, দলিত ও আদিবাসীদের প্রতিনিধিত্ব প্রায় নেই। তিনি বলেন, ‘কোটির প্যাকেজ উচ্চবর্ণের হাতে, আর ওবিসি-দলিতরা করছে কেবল শ্রমিকের কাজ।’ এর মাধ্যমে কংগ্রেস স্পষ্টভাবে এক শ্রেণিবিন্যাসের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিতে চাইছে।
মোদী নন, আসল সমস্যা RSS
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে রাহুল বলেন, ‘মোদী নিজে বড় সমস্যা নন। উনি তো একটা প্রচারের মুখ মাত্র। আসল শক্তি তাঁর পেছনের আরএসএস।’ তাঁর মতে, আরএসএস-ই ওবিসি-দের প্রকৃত শত্রু। রাহুলের দাবি, জাতিগত জনগণনার পর সংরক্ষণের ৫০ শতাংশের ‘লক্ষ্মণরেখা’ এমনিতেই ভেঙে পড়বে। তিনি জানান, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি ইতিমধ্যেই এই পথ খুলে দিয়েছেন। এটা দেখেই বোঝা যায়, কংগ্রেস আগামীদিনে জাতভিত্তিক সংরক্ষণের পক্ষে সরব হবে।