Rahul Gandhi 3 Questions PM Modi: 'ফাঁকা আওয়াজ দেবেন না', রাহুলের ৩ প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীকে

Rahul Gandhi 3 Questions PM Modi:২২ মে বৃহস্পতিবার, কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে মোদীকে “ফাঁকা ভাষণ বন্ধ করুন” বলেও কটাক্ষ করেন।

Advertisement
'ফাঁকা আওয়াজ দেবেন না', রাহুলের ৩ প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীকেপ্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৩টি প্রশ্ন রাখলেন রাহুল গান্ধী

Rahul Gandhi 3 Questions PM Modi: ২২ মে বৃহস্পতিবার, কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X -এ পোস্ট করে মোদীকে “ফাঁকা ভাষণ বন্ধ করুন” বলেও কটাক্ষ করেন। এমনকী সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে ভরসা করেছেন কেন এই প্রশ্নও তোলেন। একইসঙ্গে রাহুল তিনটি জ্বলন্ত প্রশ্ন তোলেন—

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাহুল গান্ধীর ৩টি প্রশ্ন :

আপনি কেন পাকিস্তানের কথায় সন্ত্রাসবাদের সত্যতা মেনে নিলেন?

ট্রাম্পের সামনে আপনি ভারতের স্বার্থ বিসর্জন দিলেন কেন?

আপনার রক্ত কি শুধু ক্যামেরার সামনেই গরম হয়? ভারতীয় সম্মানের সঙ্গে আপস করলেন কেন?

ঘটনার পটভূমি:প্রধানমন্ত্রী মোদী রাজস্থানের বিকানের-এ একটি নির্বাচনী সমাবেশে বলেন—
“মোদীর মাথা ঠান্ডা, কিন্তু রক্ত গরম। ২২ এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার ২২ মিনিটের মধ্যেই জবাব দেওয়া হয়েছে।”
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই রাহুল গান্ধীর কড়া প্রতিক্রিয়া।

“খালি ভাষণের রাজনীতি নয়, উত্তর দিন!”— মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধীর তীব্র আক্রমণ

এই পোস্টটি মোদীর বৃহস্পতিবার, রাজস্থানের বিকানেরে এক জনসভায় দেওয়া বক্তব্যের পর প্রকাশ হয়। প্রধানমন্ত্রী মোদী বলেন— “মোদীর মাথা ঠান্ডা, কিন্তু রক্ত গরম! আমার শিরায় সিন্ধুর নয়, বারুদ বইছে।” তিনি আরও বলেন,  “২২ এপ্রিলের পহেলগাঁও হামলার জবাব ভারতীয় সেনা ২২ মিনিটের মধ্যেই দিয়ে দেয়। যারা ভারতের মঙ্গলসূত্র খুলতে চেয়েছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।”

এই প্রসঙ্গে রাহুল গান্ধীর প্রতিক্রিয়া অনেকটাই কাঁপিয়ে দেওয়ার মতো। তিনি প্রশ্ন তোলেন, যদি সেনা এত তৎপর হয়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণে এত নাটকীয়তা কেন? কেন আন্তর্জাতিক মঞ্চে মাথা নিচু হয় ভারতের?

রাহুলের এই বক্তব্য শুধুমাত্র একটি রাজনৈতিক স্টেটমেন্ট নয়, বরং দেশের নাগরিকদের আবেগ ও মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। তিনি বারবার জিজ্ঞাসা করছেন— মোদীজি কি ভারতের সম্মানকে রাজনৈতিক নাটকে রূপান্তর করছেন? দেশ এখন ভোটের আবহে। একের পর এক হামলা, প্রতিক্রিয়া, ভাষণ, পাল্টা অভিযোগে উত্তাল হচ্ছে রাজনীতি। তবে জনগণ চাইছে উত্তর, চাইছে স্বচ্ছতা। শুধু গর্জে ওঠা নয়, সত্যি উত্তর দিতেই হবে— কারণ এ প্রশ্ন দেশের মর্যাদার।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement