Rahul on Operation Sindoor: '৩০ মিনিটেই আত্মসমর্পণ করেছে কেন্দ্র,' অপারেশন সিঁদুর নিয়ে গুরুতর দাবি রাহুলের

অপারেশন সিঁদুর নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ভূমিকার সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধী। মঙ্গলবার লোকসভায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সিঁদুর অভিযান নিয়ে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা। মাত্র ৩০ মিনিটেই কেন্দ্র আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন রাহুল। সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের সূত্র ধরে এনডিএ সরকারকে বিঁধেছেন রাহুল। 

Advertisement
'৩০ মিনিটেই আত্মসমর্পণ করেছে কেন্দ্র,' অপারেশন সিঁদুর নিয়ে গুরুতর দাবি রাহুলেররাহুল গান্ধী।
হাইলাইটস
  • সরকারের ভূমিকার সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধী।
  • কেন্দ্রকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা।
  • মাত্র ৩০ মিনিটেই কেন্দ্র আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন রাহুল।

অপারেশন সিঁদুর নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ভূমিকার সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধী। মঙ্গলবার লোকসভায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সিঁদুর অভিযান নিয়ে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা। মাত্র ৩০ মিনিটেই কেন্দ্র আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন রাহুল। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের সূত্র ধরে এনডিএ সরকারকে বিঁধেছেন রাহুল। 

ঠিক কী বলেছেন রাহুল

লোকসভায় এদিন কংগ্রেস সাংসদ বলেন, 'গতকাল আমি রাজনাথ সিংয়ের ভাষণ শুনছিলাম। খুব গুরুত্ব সহকারে শুনছিলাম। উনি বলেছেন যে, অপারেশন সিঁদুর রাত ১টা ৫ মিনিটে শুরু হয়েছিল। বলেছেন, অপারেশন সিঁদুর ২২ মিনিট ধরে চলেছিল। তারপরেই উনি মারাত্মক কথা বলেছেন যে, রাত ১টা ৩৫ মিনিটে আমরা পাকিস্তানকে জানাই যে, অসামরিক ঘাঁটি লক্ষ্য করেছি এবং আমরা উত্তেজনা চাই না। এই ধরনের কথা বলেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। অপারেশন সিঁদুরের সময়ই ভারতের ডিজিএমওকে ভারত সরকার বলেছে রাত ১টা ৩৫ মিনিটে সংঘর্ষবিরতির কথা বলতে...আপনারা সরাসরি পাকিস্তানকে আপনাদের রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন যে, আপনাদের লড়াই করার রাজনৈতিক সদিচ্ছা নেই। আপনারা লড়াই করতেই চাননি...৩০ মিনিটে সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ।'

রাহুল আরও বলেন, 'রাজনাথ সোমবার ১৯৭১ সালের পরিস্থিতির সঙ্গে সিঁদুর অভিযানের তুলনা করেন। ১৯৭১ সালে রাজনৈতিক সদিচ্ছা ছিল।'

অন্য দিকে, পাকিস্তানকে বিঁধতে গিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন লোকসভায় শাহ বলেন, 'জওহরলাল নেহরু একতরফা যুদ্ধবিরতি করে দিয়েছিলেন...আমি ইতিহাসের ছাত্র।পাক অধিকৃত কাশ্মীরের অস্তিত্ব যদি থাকে, তবে তা জওহরলাল নেহরুর যুদ্ধবিরতির কারণে, এর জন্য দায়ী জওহরলাল নেহরু।'

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুতে ফুঁসে ওঠে গোটা দেশ। তার পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত ৭ মে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতের এই অভিযানে পর্যদুস্ত হয় পাকিস্তান। তার পরই সীমান্ত ঘেঁষা ভারতের একাধিক শহরকে নিশানা করে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। কিন্তু ইসলামাবাদের সব চক্রান্ত বানচাল করে মোক্ষম জবাব দেয় ভারত। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement