উত্তরপ্রদেশের রায়বরেলিতে রাহুল গান্ধীর দু'দিনের সফর ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। যেখানে BJP নেতা তথা মন্ত্রী দীনেশ প্রতাপ সিং রাহুলের এই সফরের খোলাখুলি বিরোধিতা করেছেন। এমনকী রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বচসা বেধে যায়জেলা বিকাশ সম্বন্বয় সমিতির বৈঠকে, সেখানে এই নেতারই পুত্র পীযূষ প্রতাপ সিংকে দেখা গেল রাহুলের সঙ্গে সহাস্যে হাত মেলাতে। সব মিলিটে জমে উঠেছে রায়বরেলির রাজনীতি।
বিরোধিতার মাঝেই হাসিঠাট্টা
রাহুল গান্ধীর রায়বরেলি সফরের যখন চরম বিরোধিতা হচ্ছিল, তখনই আচমকা পরিস্থিতি ৩৬০ ডিগ্রি ঘুরে গেল। রাহুল গান্ধীকে দেখা গেল সকলের সঙ্গে চায়ের আড্ডায় মেতে উঠতে। বিরোধিতার পাশাপাশি এই হাসি আড্ডার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অথচ তারও আগে একটি অন্য ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছিল, যেখানে রাহুল গান্ধীকে দেখা গিয়েছে দীনেশ প্রতাপ সিংয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে। তিনি ওই বৈঠকেক অধ্যক্ষ হওয়ায় তার অনুমতি ছাড়া কোনও বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত নয় বলে উল্লেখ করেছিলেন কংগ্রেসের রায়বরেলির সাংসদ। তা নিয়েই তীব্র আপত্তি তোলেন ওই BJP নেতা। এরপরই দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
দীনেশ সিং আগে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। রাহুলের সঙ্গে বর্তমানে তাঁর বিরোধিতা থাকা সত্ত্বেও কংগ্রেসের বৈঠকে ছেলে পীযূষের সঙ্গে তাঁর পরিচয় করান। সেই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। দীনেশের মুখে হাসি এবং ছেলের সঙ্গে রাহুল গান্ধীর আড্ডা ও হ্যান্ডশেক রায়বরেলির রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রীর সাফাই
দীনেশ প্রতাপ সিং নিজের বয়ানে স্পষ্ট ভাবে জানান, রাহুল গান্ধীর সঙ্গে তাঁর ছেলের হ্যান্ডশেক এবং হাসি ঠাট্টার ছবি কংগ্রেসের মিডিয়া কর্মীরা ইচ্ছাকৃত ভাইরাল করেছেন। তিনি আরও জানিয়েছেন, রাহুল গান্ধী বৈঠকে সকলের সঙ্গেই হাত মিলিয়েছেন। তাঁর বক্তব্য,'আমার ছেলের সঙ্গে হ্যান্ডশেক করার আগে আমার পা ছুঁয়ে প্রণাম করা উচিত ছিল। কারণ আমি রাহুল গান্ধীর বাবার বয়সী।'
সপার বিরোধিতা
সমাজবাদী পার্টি থেকে BJP-তে যোগাদান করা মনোজ পাণ্ডে কংগ্রেসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে অসম্মান করার অভিযোগ তুলে ফের সরব হলেন। তিনি কড়া ভাষায় ঘোষণা করেন, রায়বরেলিতে রাহুল গান্ধীর যতটা সম্ভব বিরোধিতা করা যায়, তাই করবেন।