scorecardresearch
 

Rahul Gandhi speech: 'মণিপুরে ভারতমাতার হত্যা হয়েছে, আপনারা দেশদ্রোহী,' মোদী সরকারকে বড় আক্রমণ রাহুলের

Rahul Gandhi Speech: সংসদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আজ দ্বিতীয় দিন বিতর্ক। আর তাতে বক্তব্য পেশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মণিপুর পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে তীব্র আঘাত হানলেন রাহুল। তুমুল হইহট্টগোলের মাঝে রাহুল বললেন, 'শুধু মণিপুরের নয়, ভারতকে হত্যা করা হয়েছে। মণিপুরে ভারত মাতার হত্যা করা হয়েছে'। 

Advertisement
সংসদে রাহুল গান্ধী সংসদে রাহুল গান্ধী
হাইলাইটস
  • সংসদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আজ দ্বিতীয় দিন বিতর্ক। আর তাতে বক্তব্য পেশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
  • আর তাতে মণিপুর পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে তীব্র আঘাত হানলেন রাহুল।
  • তুমুল হই-হট্টগোলের মাঝে রাহুল বললেন, 'শুধু মণিপুরের নয়, ভারতের হত্যা করা হয়েছে। মণিপুরে ভারতমাতার হত্যা করা হয়েছে'। 

সংসদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আজ দ্বিতীয় দিন বিতর্ক। আর তাতে বক্তব্য পেশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মণিপুর পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে তীব্র আঘাত হানলেন রাহুল। তুমুল হই-হট্টগোলের মাঝে রাহুল বললেন, 'শুধু মণিপুরের নয়, ভারতের হত্যা করা হয়েছে। মণিপুরে ভারতমাতার হত্যা করা হয়েছে'। 

রাহুলের বক্তব্যের দশটি মূল অংশ:

  • লোকে বলেন, এটি একটি দেশ, কেউ বলেন, আলাদা আলাদা ভাষা আছে, কেউ বলেন এটি মাটি, কেউ বলেন এটি ধর্ম, সোনা, রূপা। কিন্তু আসলে এই দেশ আসলে একটি আওয়াজ। এটি দেশের মানুষের আর্তি, কঠিন পরিস্থিতির আওয়াজ। সেই ভাষা শুনতে হলে আমাদের নিজেদের কথা, ইচ্ছা, চাহিদা দমিয়ে রাখতে হবে। তবে তা শুনতে পাওয়া যাবে। 
  • কিছুদিন আগে আমি মণিপুর গেলাম। কিন্তু প্রধানমন্ত্রী জাননি। ওনার কাছে মণিপুর ভারতের অংশ নয়। উনি মণিপুরকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। আমি মণিপুরে রিলিফ ক্যাম্পে গিয়েছিলাম। সেখানে মহিলাদের সঙ্গে কথা বললাম। বাচ্চাদের সঙ্গে কথা বললাম, যেটা প্রধানমন্ত্রীও এখনও পর্যন্ত করেননি। 
  • আমি একজন মহিলার কাছে জানতে চাইলাম, আপনার সঙ্গে কী হয়েছে? জানালেন আমার ছোট ছেলে, একমাত্র সন্তান। আমার চোখের সামনে তাকে গুলি করা হয়েছে। আমি সারারাত তার লাশের পাশে শুয়ে ছিলাম।
  • মহিলা বললেন, আমার তারপর ভয় লাগল। আমি বাড়ি ছেড়ে এক কাপড়ে বেরিয়ে আসি। এরপর একটি ছবি বের করে দেখালেন। বললেন আমার কাছে খালি এটিই রয়েছে।
  • আরও এক ক্যাম্পে আমি এক মহিলার সঙ্গে কথা বলি। সেখানে কী হয়েছিল জিজ্ঞেস করতেই তিনি অজ্ঞান হয়ে যান।
  • মণিপুরে ভারতকে হত্যা করেছেন এঁরা। শুধু মণিপুরের নয়, ভারতকে হত্যা করা হয়েছে। মণিপুরে ভারত মাতার হত্যা করা হয়েছে। মণিপুরের মানুষদের মেরে আপনারা ভারত মাতার হত্যা করেছেন। আপনারা দেশদ্রোহী। আপনারা দেশভক্ত নন। আপনারা ভারত মাতার রক্ষাকারী নন। আপনারা ভারত মাতার হত্যাকারী। 
  • আমার এক মা এখানে বসে, আরেক মাকে আপনারা মণিপুরে হত্যা করেছেন। ভারতীয় সেনা মণিপুরে একদিনে শান্তি আনতে পারে। কিন্তু সেনার প্রয়োগ আপনারা করছেন না। কারণ আপনার মণিপুরে অশান্তি চান।
  • নরেন্দ্র মোদী ভারতীয়দের কথা শোনেন না। খালি দুই জনের কথা শোনেন। রাবণও দুই জনের কথা শুনত। মেঘনাদ ও কুম্ভকর্ণ। তেমনই মোদীজি অমিত শাহ ও আদানির কথা শোনেন। 
  • লঙ্কাকে রাবণ জ্বালায়নি। তাঁর অহঙ্কার জ্বালিয়েছিল। রাম রাবণকে মারেননি। অহঙ্কারে মেরেছিল।
  • মণিপুরে আপনারা কেরোসিন ছড়িয়েছেন। তারপর সেখানে আগুন জ্বালিয়েছেন। এরপর হরিয়ানাতে হচ্ছে। আপনারা গোটা দেশকে জ্বালাচ্ছেন। আপনারা সারাদেশে ভারত মাতার হত্যা করছেন। 

Advertisement

আরও পড়ুন

Advertisement