Jaipur accident রাজস্থানের জয়পুরে মর্মান্তিক দুর্ঘটনা। যার জেরে প্রাণ গেল ১৯ জনের।সংখ্যা আরও বাড়তে পারে। ডাম্পারের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষ হয়। কয়েকটা গাড়ি দুমড়ে মুচড়ে যায়। আরও কয়েক জনের গাড়ির নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। জয়পুরের হরমরা থানার লোহামন্ডি রোডে এই দুর্ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৪০ জন আহত। তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোহামন্ডি রোড ধরে বেপোরয়াভাবে চলছিল ডাম্পারটি। রাস্তায় দাঁড়িয়ে থাকাল গাড়িগুলোতে ধাক্কা মারতে মারতে আসছিল। ধাক্কা মারা গাড়িগুলোতে একাধিক যাত্রীও ছিলেন। তাঁরাও চাপা পড়ে যান ডাম্পারের তলায়। আর এক প্রত্যক্ষদর্শী জানান, প্রায় ৫ কিলোমিটার আগে থেকে সেই ডাম্পারটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। তার জেরে অনেকে ধাক্কা খায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ডাম্পার চালক মদ্যপ অবস্থায় ছিল। ঘটনায় কম করে ১০ জন মারা গিয়েছেন। আহত প্রায় ৪০। সেই সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদেহগুলোর ময়নাতদন্ত করা হবে।
এদিকে এই ঘটনার স্থানীয়রা ক্ষুব্ধ ডাম্পার চালককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের তরফে মালিক ও চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন জানানো হয়। এদিকে প্রিয়জনের মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যরা শোকাহত। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার ছবিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ডাম্পারের নিচে একাধিক গাড়ি পড়ে আছে।
ঘটনার পর পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ এলাকায় সব সময় পাহারা দেয় না। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকে না। সেই কারণে এমন দুর্ঘটনা প্রায় হচ্ছে। যদিও পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।