Rajasthan School Collapse: রাজস্থানে সরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ল, একাধিক শিশুর মৃত্যু, স্তূপে আটকে বহু

রাজস্থানের ঝালাওয়ারে ক্লাস চলাকালীনই ভেঙে পড়ল স্কুলের ছাদ। ধ্বংসস্তূপের নিচে বহু শিশু চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
রাজস্থানে সরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ল, একাধিক শিশুর মৃত্যু, স্তূপে আটকে বহুক্লাস চলাকালীনই ভেঙে পড়ল স্কুলের ছাদ।
হাইলাইটস
  • রাজস্থানের ঝালাওয়ারে ক্লাস চলাকালীনই ভেঙে পড়ল স্কুলের ছাদ।
  • ধ্বংসস্তূপের নিচে বহু শিশু চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
  • প্রাথমিক তথ্যানুসারে, ক্লাসের ভিতরে প্রায় ৬০ জন শিশু ছিল।

রাজস্থানের ঝালাওয়ারে ক্লাস চলাকালীনই ভেঙে পড়ল স্কুলের ছাদ। ধ্বংসস্তূপের নিচে বহু শিশু চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুক্রবার ঝালাওয়ার জেলার মনোহর থানা এলাকার পিপলোদির সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। ক্লাসে সেই সময় পঠনপাঠন চলছিল। ছাদের নিচে বহু পড়ুয়া চাপা পড়ে যায়। প্রাথমিক তথ্যানুসারে, ক্লাসের ভিতরে প্রায় ৬০ জন শিশু ছিল। এর মধ্যে প্রায় ২৫ জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্কুলের ছাদ ভেঙে পড়ার প্রবল শব্দ শুনে এলাকাবাসী চমকে ওঠে। বিষয়টি বুঝতে পেরেই তাঁরা দ্রুত সাহায্যের জন্য ছুটে আসেন। ঘটনাস্থলে ভিড় জমে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের উদ্ধারের চেষ্টা শুরু করেন স্থানীয়রা। খবর যায় পুলিশ ও উদ্ধারকারীদের কাছে। 

ঝালাওয়ারের পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত কুমার জানিয়েছেন, এই ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে। জখম ১৭ জন। দশজন শিশুকে ঝালাওয়ারে রেফার করা হয়েছে। এর মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, শিক্ষক এবং গ্রামবাসীদের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধার করা হয়েছে।

শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, 'ঝালাওয়ারের পিপলোদিতে স্কুলের ছাদ ভেঙে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট আধিকারিকদের, আহত শিশুদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।'

উদ্বেগ প্রকাশ অশোক গেহলটের
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, 'ঝালাওয়ারের মনোহরথানায় সরকারি স্কুল বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় অনেক শিশু এবং শিক্ষক আহত হয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।'

দুর্ঘটনার তদন্ত করা হবে...
রাজস্থান সরকারের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেন, 'মর্মান্তিক ঘটনা। শিশুদের হাসপাতালে চিকিৎসা চলছে। সরকারি খরচে শিশুদের চিকিৎসা করা হবে। ছাদ কীভাবে ভেঙে পড়ল তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হবে।'

এই ঘটনা কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। রাজস্থানের শিক্ষামন্ত্রী বলেন, 'এটি কংগ্রেস সরকারের পাপ। গত ৫ বছরে কংগ্রেস সরকার স্কুলগুলির যত্ন নেয়নি। কংগ্রেস সরকারের আমলে স্কুলগুলি জরাজীর্ণ হয়ে গিয়েছিল। সেগুলি মেরামত করা হয়নি। আমরা ধীরে ধীরে স্কুলগুলি মেরামত করছি।'

Advertisement

তিনি আরও বলেন, কোটাতেও এমন অনেক স্কুল রয়েছে, যার অবস্থা সম্পূর্ণ জরাজীর্ণ। অবস্থা এতটাই খারাপ যে ছাদের প্লাস্টার ভেঙে পড়ছে এবং তার নিচেই শিশুরা পড়াশোনা করছে।

শিক্ষামন্ত্রী মদন দিলওয়ারের আশ্বাস, রাজস্থানের সমস্ত স্কুল নতুন করে তৈরি করা হবে এবং সম্পূর্ণ মেরামত করা হবে।

POST A COMMENT
Advertisement