Rajasthan Pakistan Spy Arrest: রাজস্থানের ডিগ জেলার গঙ্গৌরা গ্রামে ৩২ বছর বয়সী কাসিমকে পাকিস্তানের সঙ্গে সন্দেহজনক যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 'অপারেশন সিঁদুর' তদন্তের অংশ হিসেবে তার মোবাইল কল ডিটেইলস ও ভ্রমণ রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।
সুরক্ষা সংস্থাগুলি তার মোবাইল ফোন থেকে পাকিস্তানের নম্বরে একাধিক কলের প্রমাণ পেয়েছে। এছাড়াও, কাসিম একবার পাকিস্তানে ভ্রমণ করেছেন বলে জানা গিয়েছে। এই তথ্যের ভিত্তিতে, শুক্রবার সন্ধ্যায় পুলিশ গঙ্গৌরা গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বর্তমানে তাকে জয়পুরে নিয়ে গিয়ে সুরক্ষা সংস্থাগুলি জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত চলছে এবং তার পাকিস্তানের সঙ্গে যোগাযোগের প্রকৃতি ও উদ্দেশ্য নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।
এই গ্রেফতারি 'অপারেশন সিন্ধুর' অংশ হিসেবে ভারতের বিভিন্ন রাজ্যে পাকিস্তানের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের বিরুদ্ধে চলমান অভিযানের একটি অংশ। এই অভিযানে ইতিমধ্যে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্যে একাধিক গ্রেফতারি হয়েছে।