রাজনাথ সিংয়ের অঙ্কের উত্তর দিতে পারলেন না ৬৬০ ট্রেনি IAS, ভুল জবাব পেয়ে কী করলেন মন্ত্রী?

প্রতিরক্ষামন্ত্রীর প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যান হবু আইএএসরা। এমনকী বেশ কয়েকবার তাঁরা ভুল উত্তরও দেন।

Advertisement
রাজনাথ সিংয়ের অঙ্কের উত্তর দিতে পারলেন না ৬৬০ ট্রেনি IAS, ভুল জবাব পেয়ে কী করলেন মন্ত্রী?রাজনাথ সিং
হাইলাইটস
  • প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে এমন প্রশ্ন সম্ভবত আশা করেননি হবু আইএএসরা।
  • রাজনাথ প্রশ্ন করতেই পুরো অডিটোরিয়ামে কার্যত নিস্তব্ধতা নেমে আসে।
  • উত্তর না পেয়ে আরও একবার প্রশ্নটি করেন প্রতিরক্ষামন্ত্রী।

প্রতিরক্ষামন্ত্রীর অঙ্কের ফাঁদে পড়ে নাকের জলে চোখের জলে হলেন হবু আইএএসরা। সম্প্রতি উত্তরাখণ্ডের মুসৌরিতে ১০০তম ফাউন্ডেশন কোর্সের সমাপ্তি অনুষ্ঠানে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্য়াকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে ট্রেনি আইএএসদের প্রশ্ন করেন তিনি। তাঁর অঙ্কের প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যান  হবু আইএএসরা। এমনকী বেশ কয়েকবার তাঁরা ভুল উত্তরও দেন।

কী প্রশ্ন করেছিলেন রাজনাথ সিং?

রাজনাথ সিং প্রশ্ন করেছিলেন, "একজন ব্যক্তির কাছে বেশ কিছু টাকা ছিল। সে তার অর্ধেক A-কে, এক-তৃতীয়াংশ B-কে এবং বাকি ১০০ পয়সা C কে দেয়। বলুন তো, মোট টাকার পরিমাণ কত ছিল?"

প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে এমন প্রশ্ন সম্ভবত আশা করেননি হবু আইএএসরা। তাই রাজনাথ প্রশ্ন করতেই পুরো অডিটোরিয়ামে কার্যত নিস্তব্ধতা নেমে আসে। উত্তর না পেয়ে আরও একবার প্রশ্নটি করেন প্রতিরক্ষামন্ত্রী। কিছুক্ষণ পরে একজন ট্রেনি আইএএস উত্তর দেন ৩০০০। শুনে অল্প হেসে রাজনাথ সিং বলেন "ভুল হয়েছে। আবার চেষ্টা করুন।"

এরপর আর একজন ট্রেনি আইএএস উত্তর দেন ৬০০। তখন রাজনাথ সিং জানান, 'হ্যাঁ, ঠিক হয়েছে।'

কীভাবে এই অঙ্কটি হচ্ছে? দেখে নিন

রাম (A) কে দেওয়া পরিমাণ = A/2 
শ্যাম (B) কে দেওয়া পরিমাণ = A/3 
মোট দেওয়া পরিমাণ = A/2 + A/3 = 5A/6
অবশিষ্ট পরিমাণ = A – 5A/6 = 100
সমাধান: A = 600

 

POST A COMMENT
Advertisement