Rajnath Singh: 'যেন দুনিয়ার মালিক, ভারতের উন্নতি সহ্য হয় না', মার্কিন চড়া শুল্কে রাজনাথের তোপ

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার মধ্যপ্রদেশের রাইসেনে এক অনুষ্ঠানে ভারতের দ্রুত উন্নয়ন নিয়ে অসন্তুষ্ট আন্তর্জাতিক শক্তিগুলিকে সরাসরি আক্রমণ করলেন। তিনি বলেন, “কিছু লোক আছে যারা ভারতের উন্নয়নের গতি পছন্দ করছে না। তারা নিজেদেরকে বিশ্বের বস মনে করে। প্রশ্ন তুলছে— ভারত এত দ্রুত এগোচ্ছে কীভাবে?”

Advertisement
'যেন দুনিয়ার মালিক, ভারতের উন্নতি সহ্য হয় না', মার্কিন চড়া শুল্কে রাজনাথের তোপ
হাইলাইটস
  • প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার মধ্যপ্রদেশের রাইসেনে এক অনুষ্ঠানে ভারতের দ্রুত উন্নয়ন নিয়ে অসন্তুষ্ট আন্তর্জাতিক শক্তিগুলিকে সরাসরি আক্রমণ করলেন।
  • তিনি বলেন, “কিছু লোক আছে যারা ভারতের উন্নয়নের গতি পছন্দ করছে না।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার মধ্যপ্রদেশের রাইসেনে এক অনুষ্ঠানে ভারতের দ্রুত উন্নয়ন নিয়ে অসন্তুষ্ট আন্তর্জাতিক শক্তিগুলিকে সরাসরি আক্রমণ করলেন। তিনি বলেন, “কিছু লোক আছে যারা ভারতের উন্নয়নের গতি পছন্দ করছে না। তারা নিজেদেরকে বিশ্বের বস মনে করে। প্রশ্ন তুলছে— ভারত এত দ্রুত এগোচ্ছে কীভাবে?”

রাজনাথ সিং অভিযোগ করেন, বিদেশে কিছু শক্তি এমন প্রচেষ্টা চালাচ্ছে যাতে ভারতীয় পণ্যের দাম বিদেশি বাজারে বাড়িয়ে দেওয়া হয়, যাতে সেগুলি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। তিনি বলেন, “আজ ভারত যে গতিতে এগোচ্ছে, তাতে একদিন ভারত বিশ্বের অন্যতম বড় শক্তি হয়ে উঠবে।”

প্রতিরক্ষা রপ্তানি ২৪ হাজার কোটি ছাড়াল
প্রতিরক্ষামন্ত্রী জানান, বর্তমানে ভারত বছরে ২৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। “এটাই নতুন ভারতের শক্তি,” তিনি মন্তব্য করেন।

‘অপারেশন সিঁদুর’-এ সন্ত্রাস দমন
রাজনাথ সিং “অপারেশন সিন্দুর”-এর ঘটনাও স্মরণ করেন। তিনি বলেন, পহেলগামে সন্ত্রাসীরা পর্যটকদের ধর্ম জেনে হত্যা করেছিল, কিন্তু ভারত যথাযথ জবাব দিয়েছে।

BEML রেল কোচ কারখানার ভিত্তিপ্রস্তর
রবিবার তিনি ভোপালের বিইএমএল রেল হাব ফর ম্যানুফ্যাকচারিং-এ নেক্সটজেন রোলিং স্টক ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ১,৮০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠতে চলা এই কারখানা আগামী দুই বছরের মধ্যে সম্পূর্ণ হবে। এখানে রেল কোচের পাশাপাশি অন্যান্য রেল পণ্যও উৎপাদিত হবে।

‘মধ্যপ্রদেশ থেকে আধুনিক প্রদেশ’
রাজনাথ সিং মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আপনার পরিশ্রম ও নতুন ভাবনার ফলে মধ্যপ্রদেশ এখন শুধু ‘মধ্যপ্রদেশ’ নয়, ‘আধুনিক প্রদেশ’ হয়ে উঠেছে।”

বন্দে ভারত কোচ পরিবহনে নতুন গতি
তিনি আরও জানান, BEML-এর তৈরি বন্দে ভারত রেল কোচ ভারতের পরিবহন খাতে নতুন গতি সঞ্চার করছে এবং এই প্রকল্পের সুফল গোটা মধ্যপ্রদেশ ও আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়বে।


POST A COMMENT
Advertisement