জইশ জঙ্গি মাসুদ আজহারকে ১৪ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান। এমন চাঞ্চল্যকর দাবি করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, 'সে দেশের সরকার ১৪ কোটি টাকা খরচ করার কথা ভাবছে মাসুদ আজহারের জন্য, যে রাষ্ট্রসংঘের দাগী জঙ্গি। সাধারণ পাক করদাতাদের টাকা তাকে দেওয়া হবে।' ভারতের অপারেশন সিঁদুর অভিযানে বড়সড় ধাক্কা খেয়েছে মাসুদ। তার পরিবারের একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। জইশ, লস্করদের ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। এই আবহে রাজনাথের এহেন দাবি উল্লেখযোগ্য।
শুধু তাই নয়, পাকিস্তানে জঙ্গি শিবির পুনর্নির্মাণের জন্য শাহবাজ সরকার আর্থিক সাহায্য করার পরিকল্পনা নিচ্ছে বলেও অভিযোগ করেছেন রাজনাথ। সেজন্য পাকিস্তানকে ঋণ মঞ্জুরের সিদ্ধান্ত আন্তর্জাতিক অর্থভান্ডার বা আইএমএফ পুনর্বিবেচনা করুক বলেও মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
শুক্রবার ভূজ বিমানঘাঁটিতে রাজনাথ বলেন, 'মুরিদকে ও বাহওয়ালপুরে লস্কর-এ-তইবা ও জইশ-এ-মহম্মদের জঙ্গি শিবিরগুলি পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। আইএমএফের থেকে পাওয়া ১০০ কোটি ডলারের একটা বড় অংশ জঙ্গি ঘাঁটি পুনর্নির্মাণে ব্যবহার করা হবে। আইএমএফ কি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না?'
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুতে ফুঁসে ওঠে গোটা দেশ। তার পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত ৭ মে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতের এই অভিযানে পর্যদুস্ত হয় পাকিস্তান।