রাজনাথ সিংয়ের ‘সিন্ধু ভারতে ফিরতে পারে’ মন্তব্যে উত্তেজনা।'ভৌগলিক সীমানা কখনও চিরস্থায়ী হয় না। কাল হয়তো আবার সিন্ধু প্রদেশ ভারতের সঙ্গে জুড়েও যেতে পারে।' এমনটাই বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার দিল্লিতে ‘সিন্ধি সমাজ সম্মেলনে’ এই মন্তব্য করেন।
সিন্ধু প্রদেশ বর্তমানে পাকিস্তানে অবস্থিত। একসময় অখণ্ড ভারতের অংশ ছিল। দেশভাগের পর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সিন্ধু প্রদেশের সামাজিক, সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে রাজনাথ সিং বলেন, 'আজ হয়তো সিন্ধু ভারতের অংশ নয়, কিন্তু ‘সিভিলাইজেশনালি’ সিন্ধু সব সময়ই ভারতেরই অংশ ছিল।'
সেসময় মন্ত্রী মন্তব্য করেন, 'ভৌগোলিক সীমানা পরিবর্তনশীল। কে জানে, আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে।' তার পরিপ্রেক্ষিতে, ভূমিকা শুধু ইতিহাস বা সাংস্কৃতিক বন্ধন নয়;বর্তমান রাজনৈতিক উত্তেজনায় ঘেরা।
তিনি আরেকদিক থেকে দেশের প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘু হিন্দুদের দুর্দশার কথাও উল্লেখ করেন এবং বলেন;'আজও যারা সিন্ধুতে রয়েছেন, তারা আমাদেরই। তাদের কষ্টকে বোঝা হয়েছে না।' এছাড়া তিনি ২০১৯ সালের Citizenship Amendment Act-এর প্রয়োজনে পুনরায় আলোকপাত করেছেন, বলছেন সংখ্যালঘুদের জন্য আইন একটি সুরক্ষা হিসেবে জন্ম নিয়েছে।
এই মন্তব্য সরাসরি পাকিস্তানের সঙ্গে কামরারি সীমানা ও কূটনৈতিক টানাপোড়ার মধ্যেই এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই ভাষণ ভারতের অভ্যন্তর ও আন্তর্জাতিক ভূমিকাকে নতুন আলোয় দেখাবে।
'সীমানা পরিবর্তনশীল';এই এক লাইন ভবিষ্যতে জাতীয় আলোচনায় গভীর প্রভাব ফেলতে পারে।