
Rajnath Singh Statement: দিল্লিতে ‘সিন্ধি সমাজ সম্মেলন’-এ যোগ দিয়ে সিন্ধ অঞ্চল নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর কথায়, ভৌগোলিক অবস্থান বদলালেও সভ্যতার সূত্র কখনও ছিন্ন হয় না। সেই কারণেই আজ সিন্ধ ভারতের সীমানার বাইরে থাকলেও, সাংস্কৃতিক ভাবে অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেই তিনি মনে করেন।
রাজনাথ বলেন, বর্তমানে সিন্ধ ভারতের অন্তর্ভুক্ত নয় ঠিকই, কিন্তু ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার দিক থেকে সিন্ধ যে ভারতের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িত, তা স্পষ্ট। তিনি এও দাবি করেন, সীমান্ত কখনও স্থায়ী নয়। সময়ের সঙ্গে বদলে যেতে পারে। তাঁর কথায়, কে বলতে পারে, ভবিষ্যতে সিন্ধ আবার ভারতের অংশ হয়ে উঠবে না?
সিন্ধি সমাজের অনুভূতির প্রসঙ্গ টেনে তিনি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর বক্তব্যের উল্লেখ করেন। আডবাণীর প্রজন্মের বহু সিন্ধি এখনও সিন্ধ অঞ্চলকে ভারতের থেকে আলাদা বলে মেনে নিতে পারেননি বলেও মন্তব্য করেন রাজনাথ। তিনি বলেন, সিন্ধু নদী অঞ্চলটির মানুষের কাছে পবিত্র সিন্ধের হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই নদীর জল পবিত্র বলে গণ্য, ঠিক যেমন মক্কার জমজমের জলকে সম্মান করা হয়।
রাজনাথ সিংহ জানান, সিন্ধ্রিরা আজ সারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকলেও তাঁদের সঙ্গে ভারতের সম্পর্ক চিরকালই গভীর ছিল এবং থাকবে।
ভারত-পাকিস্তানের সম্পর্ক যখন উত্তেজনাপূর্ণ, ঠিক সেই সময় প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য পাকিস্তানেও সাড়া ফেলেছে। রাজনৈতিক মাত্রার পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে এসেছে ইতিহাস, সংস্কৃতি এবং আবেগের দিকটিও।