Rajnath on Operation Sindoor: 'পাকিস্তানের ক'টা বিমান ধ্বংস হল, জানতে চান না,' রাহুলকে খোঁচা রাজনাথের

অপারেশন সিঁদুরে ভারতের ক'টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু ভারত শত্রুপক্ষের ক'টি বিমান গুঁড়িয়ে দিয়েছে, সেই প্রশ্ন কেউ করছে না। সোমবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজনাথ সিং।

Advertisement
'পাকিস্তানের ক'টা বিমান ধ্বংস হল, জানতে চান না,' রাহুলকে খোঁচা রাজনাথেরলোকসভায় রাহুলের উদ্দেশে পাল্টা জবাব রাজনাথের।
হাইলাইটস
  • সোমবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজনাথ সিং।
  • কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী যে পারতপক্ষে রাহুল গান্ধী-সহ বিরোধীদের উদ্দেশেই এই বার্তা দিলেন, তা বলাই বাহুল্য।
  • বিশ্লেষকরা বলছেন, এর আগে রাহুল গান্ধী ভারতের বিমান বাহিনীর ক্ষতি নিয়ে প্রশ্ন করেছিলেন।

অপারেশন সিঁদুরে ভারতের ক'টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু ভারত শত্রুপক্ষের ক'টি বিমান গুঁড়িয়ে দিয়েছে, সেই প্রশ্ন কেউ করছে না। সোমবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজনাথ সিং। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী যে পারতপক্ষে রাহুল গান্ধী-সহ বিরোধীদের উদ্দেশেই এই বার্তা দিলেন, তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর আগে রাহুল গান্ধী ভারতের বিমান বাহিনীর ক্ষতি নিয়ে প্রশ্ন করেছিলেন। গত ১০ জুন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সেমিনারে ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন শিব কুমার অপারেশন সিঁদুরে ভারতেরও 'সামান্য ক্ষতি'র কথা স্বীকার করেছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করেই রাহুল গান্ধী তথা বিরোধীরা বারবার সরব হয়েছেন। এবার তাঁদেরই লোকসভায় পাল্টা জবাব দিলেন রাজনাথ।

এদিন বিরোধী নেতাকে উদ্দেশে তিনি বলেন, 'উনি কখনও শত্রুদের কতগুলি বিমান ধ্বংস করা গিয়েছে, সেই বিষয়ে উনি কখনও আমাদের জিজ্ঞাসা করেননি।'

উল্লেখ্য, এদিন লোকসভায় রাজনাথের বক্তব্যের আগে ও মাঝে বারবার প্রতিবাদের আওয়াজ তুলতে থাকেন বিরোধীরা। সেই সময়েও এই অভিযানে ভারতের কতগুলি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রশ্ন তোলেন তাঁরা।  সেই প্রসঙ্গেই পাল্টা জবাব দেন রাজনাথ।

উল্লেখ্য, জাকার্তার সেই মন্তব্যের পরপরই তীব্র বিতর্ক শুরু হয়েছিল। ভারতীয় দূতাবাস জানায়, নৌবাহিনীর ক্যাপ্টেনের বক্তব্যে 'ভুলভাবে ব্যাখা করা হচ্ছে'।

এর পরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহান স্বীকার করেন যে, ৭ মে অপারেশন সিঁদুরের প্রাথমিক পর্যায়ে ভারতের ক্ষতি হয়েছিল। তিনি বলেন, 'প্রাথমিক পর্যায়ে কিছু ক্ষতি হয়েছিল, তবে কেন সেই ক্ষতি হয়েছিল এবং তার পরে আমরা কী পদক্ষেপ নিয়েছিলাম সেই উপলব্ধি করাটা বেশি গুরুত্বপূর্ণ।'

POST A COMMENT
Advertisement