রাজনাথ সিংপ্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-এর চেয়ারপার্সন খালেদা জিয়া। আর এমন পরিস্থিতিতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেন। এমনকী শোকবার্তায় করেন সাক্ষর। তিনি নিজের বার্তায়, খালেদা জিয়ার পরিবারের পরিবারের প্রতি সমবেদনা জানান। শুধু তাই নয়, বাংলাদেশের জনগণের প্রতিও সমবেদনা জানান বলে খবর।
ও দিকে আবার বুধবার বাংলাদেশ গিয়েছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি সেখানে গিয়ে খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, তিনি নরেন্দ্র মোদীর লেখা একটি চিঠিও খালেদা পুত্র তারেকের হাতে তুলে দেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। তাঁকে বহুবার চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই তাঁর চিকিৎসা চলছিল ঢাকাতেই। তবে চিকিৎসকদের সব চেষ্টার পরও তাঁর প্রাণ রক্ষা করা যায়নি।
আর খালেদা জিয়ার মৃত্যুর পরই বাংলাদেশে নেমে আসে শোকের ছায়া। এমনকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স-এ একটি শোকবার্তা লেখেন। সেখানে তিনি খালেদা জিয়ার সঙ্গে তাঁর পুরনো সাক্ষাতের কথাও তুলে ধরেন।
প্রসঙ্গত, বুধবার খালেদা জিয়ার শেষকৃত্য হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন লাখো লাখো মানুষ। আর এমন পরিস্থিতিতে বাংলাদেশ উড়ে যান জয়শঙ্কর। তিনি বর্তমানে বিএনপি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের সঙ্গে দেখা করেন। এমনকী খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
এখানেই শেষ নয়, খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর লেখা একটা ব্যক্তিগত চিঠিও তিনি তারেককে দেন। এ দিন বিদেশমন্ত্রী সমাজ মাধ্যমে লেখেন, 'প্রধানমন্ত্রী @narendramodi-এর থেকে একটি ব্যক্তিগত চিঠি তাঁকে হস্তান্তর করা হয়েছে। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।'
এখানেই শেষ না করে তিনি আরও লেখেন, 'আশা করছি খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ আমাদের পার্টনারশিপ উন্নয়নের দিক নির্দেশ করে।'
মাথায় রাখতে হবে, গত বছরের অগাস্ট মাসের অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গিয়েছে ভারতের। সেই দেশের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ ইন্ডিয়া বিরোধীতায় লেগে পড়েছে। রোজই উঠছে বয়কটের ডাক। আর এমন পরিস্থিতিতে খালেদার মৃত্যুর পর থেকেই রাজনীতির মোড় একটু একটু বদলাতে শুরু করেছে। প্রথমে ভারতের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে এক্স-এ পোস্ট করেন। তারপর বাংলাদেশ যান জয়শঙ্কর। আর এখন রাজনাথ সিং গেলেন হাই কমিশন। যা দেখে বিশেষজ্ঞরা অনেকেই নানারকম অঙ্ক করতে ব্যস্ত।