Jagdeep Dhankhar warns Raghav Chadda: 'মুখে কথা বলুন,' রাঘবের অঙ্গভঙ্গিতে ধমক ধনখড়ের

সংসদে নিরাপত্তা লঙ্ঘনকাণ্ডে শুক্রবারও তপ্ত ছিল রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের হট্টগোলের সময় হাত নাড়তে দেখা যায় চাড্ডাকে। আপ সাংসদের এই আচরণ নিয়ে সরব হন ধনখড়। চাড্ডার উদ্দেশে তিনি বলেন, 'মুখে কথা বলুন। হাত নাড়বেন না।' 

Advertisement
 'মুখে কথা বলুন,' রাঘবের অঙ্গভঙ্গিতে ধমক ধনখড়েরRajdeep dhankhar raghav chadha
হাইলাইটস
  • সাংসদ রাঘব চাড্ডাকে তিরষ্কৃত করলেন রাজ্য়সভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।
  • সংসদে নিরাপত্তা লঙ্ঘনকাণ্ডে শুক্রবারও তপ্ত ছিল রাজ্যসভার অধিবেশন।
  • বিরোধীদের হট্টগোলের সময় হাত নাড়তে দেখা যায় চাড্ডাকে।

হাত নেড়ে অঙ্গভঙ্গি করার জন্য আম আদমি পার্টির (আপ) সাংসদ রাঘব চাড্ডাকে তিরষ্কৃত করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। সংসদে নিরাপত্তা লঙ্ঘনকাণ্ডে শুক্রবারও তপ্ত ছিল রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের হট্টগোলের সময় হাত নাড়তে দেখা যায় চাড্ডাকে। আপ সাংসদের এই আচরণ নিয়ে সরব হন ধনখড়। চাড্ডার উদ্দেশে তিনি বলেন, 'মুখে কথা বলুন। হাত নাড়বেন না।' 

গত বুধবার সংসদে তাণ্ডব চালানোর ঘটনা এবং নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। গত দু'দিন ধরেই হট্টগোল চলছে সংসদের দুই কক্ষে। এদিনও তার ব্যতিক্রম ছিল না। বিরোধীদের হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হয়েছে সংসদের অধিবেশন। 

শুক্রবার এই নিয়ে রাজ্যসভায় আবার সরব হন বিরোধী সাংসদেরা। সেই সময়ই হাত নাড়তে দেখা যায় রাঘবকে। তা দেখে আপ সাংসদকে সতর্ক করেন ধনখড়। বলেন, 'মি.চাড্ডা, এমনটা আপনি করতে পারেন না...মুখ ব্যবহার করুন...এটা করবেন না (হাত নাড়বেন না)।' তিনি আরও বলেন, 'যদি কিছু বলতে চান, তা হলে মুখে কথা বলুন। হাত দিয়ে এমনটা করবেন না। এখন অনেক কিছু শেখার আছে আপনার। মনে হচ্ছে, নাচ করতে শুরু করবেন। শান্ত হয়ে বসুন। সংসদে ইতিমধ্যেই আপনি শাস্তি পেয়েছেন।' 'দিল্লি সার্ভিসেস বিল' সংক্রান্ত প্রস্তাব রাজ্যসভায় পেশ করার সময় ৫ সাংসদের সই জাল করার অভিযোগ উঠেছিল রাঘবের বিরুদ্ধে। সেই ঘটনায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল সংসদে। 

এদিন রাঘব বলেন, 'বিরোধী সাংসদেরা যে দাবি জানাচ্ছেন তা কি অবৈধ? তাঁরা কি ভুল বলছেন? দেশের সবচেয়ে সুরক্ষিত ভবনের সুরক্ষা নিয়ে আলোচনা চাইছেন। আমার মনে হয়, সরকারের উচিত এই দাবি মেনে নেওয়া। এটা ভারতীয় সংসদ। কোনও রাজনৈতিক দল বা রাজনীতি নয়। দেশের সংসদই যদি সুরক্ষিত না হয়, তা হলে কি দেশ সুরক্ষিত?'

সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে বিক্ষোভের জেরে রাজ্যসভায় সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের ডেরেক ও'ব্রায়েনকে। সাসপেন্ড করা হয়েছে লোকসভার আরও ১৪ জন সাংসদকে। 

Advertisement

POST A COMMENT
Advertisement