সোমবার অযোধ্যায় রাম মন্দিরে নতুন রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছে। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন করেন। এই অনুষ্ঠানে লক্ষাধিক লোক টেলিভিশনে তাঁদের বাড়িতে বসে প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী হয়েছেন। সেনার হেলিকপ্টারগুলি নবনির্মিত জন্মভূমি মন্দিরে ফুলের পাপড়ি বর্ষণ করে।
মূল্যবান ধাতু ও পাথরের গয়না ও তির-ধনুকে সাজানো হয়েছে রামলালাকে। হিরে, রুবি এবং সোনার ধনুক এবং তীর দিয়ে সজ্জিত রামলালার ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অযোধ্যার রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুজো করার সময় একটি ভিডিওতে মূর্তিটি অলঙ্কার এবং ফুলে ঢাকা দেখানো হয়েছে।
প্রাণপ্রতিষ্ঠার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে বলেছেন, 'অযোধ্যাধামে শ্রী রামলালার প্রাণপ্রতিষ্ঠার অসাধারণ মুহূর্তটি সকলকে আবেগপ্রবণ করে তুলবে। এই ঐশ্বরিকতার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জয় শ্রী রাম।' পরে তিনি বলেন, 'রাম বিবাদ নয়। রাম সমাধান। রাম শুধু বর্তমান নন। রাম অনন্তকাল। রাম আগুন নয়, রাম শক্তি। রাম শুধু আমাদের নয়, রাম সবার। আজ অযোধ্যায় কেবল শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা হল না, শ্রীরামের মাধ্যমে সাক্ষাত্ ভারতীয় সংস্কৃতির প্রতি অটূট বিশ্বাসেরও প্রাণ প্রতিষ্ঠা হল।'
তিনি আরও বলেন, 'আমি গত ১১ দিনের ব্রত চলাকালীন সেই সব জায়গায় গিয়েছি, যেখানে যেখানে প্রভু রামের চরণস্পর্শ পেয়েছে। ন্যায়বিচারের জন্য ভারতের বিচারব্যবস্থাকে ধন্যবাদ। আমি দেশের কোণে কোণে আলাদা আলাদা ভাষায় রামায়ণ শোনার সৌভাগ্য হয়েছে। প্রাচীনকাল থেকে ভারতের প্রতিটি কোণার মানুষ রামরসের আচমন করে আসছেন। রামের এই কাজে কত মানুষের ত্যাগ রয়েছে। সেই অগণিত করসেবক, ভক্তদের কাছে আমরা ঋণী। আমাদের কাছে শুভমুহূর্ত শুধু বিজয়ের নয়, বিনয়েরও।'
মোদী বলেন, 'আজ থেকে হাজার বছর পরেও মানুষ আজকের তারিখ ও মুহূর্তের আলোচনা করবেন। আমাদের উপর রামের অশেষ কৃপা, আমরা এই মুহূর্তের সাক্ষী হচ্ছি। এই সময় সাধারণ সময় নয়। এটি কালচক্রের সর্বকালীন স্মরণে অঙ্কিত স্মৃতিরেখা। আমরা সবাই জানি, যেখানে রামের কাজ হয়, সেখানে পবনপুত্র হনুমান বিরজমান থাকেন। তাই আমি হনুমানগড়িকেও প্রণাম করছি। আমি অযোধ্যাপুরীকে প্রণাম করছি। আমি এই দৈব মুহূর্ত অনুভব করছি।'