Ratan Tata passes away: ভারতীয় শিল্পবাণিজ্যের মহীরূহ রতন টাটার জীবনাবসান। বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল রতন টাটার। পঞ্চভূতে বিলীন হলেন শিল্পপতি। তাঁকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামল ওরলি শ্মশানে।
টাটা গোষ্ঠীর কত টাকার সাম্রাজ্য? তা একটা ছোট্ট হিসেব দিলেই স্পষ্ট হবে। বিশ্বের ৯০টি দেশের জিডিপি-র চেয়ে বেশি টাটা গোষ্ঠীর বাজারমূল্য।
ওরলি শ্মশানে রতন টাটাকে গ্যান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়।
#WATCH | Last rites of veteran industrialist Ratan Tata, being performed with state honour at Worli crematorium in Mumbai pic.twitter.com/08G7gnahyS
— ANI (@ANI) October 10, 2024
ওরলি শ্মশানে আনা হল রতন টাটার মরদেহ। কিছুক্ষণ পরই শেষকৃত্য।
#WATCH | Mumbai, Maharashtra: Mortal remains of veteran industrialist Ratan Tata brought to Worli crematorium for his last rites, which will be carried out with full state honour. pic.twitter.com/8lB2F2AmFH
— ANI (@ANI) October 10, 2024
মুম্বাইয়ের এনসিপিএ গ্রাউন্ডে শ্রদ্ধাজ্ঞাপনের পর রতন টাটার মরদেহ দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পর মুম্বইয়ের ওরলির শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
#WATCH | Mortal remains of Industrialist Ratan Tata being taken for last rites from NCPA lawns, in Mumbai
— ANI (@ANI) October 10, 2024
The last rites will be held at Worli crematorium. pic.twitter.com/Cs2xjeZBDi
রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন দেশের সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি।
আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা NCPA গ্রাউন্ডে পৌঁছে রতন টাটাকে শ্রদ্ধা জানান।
#WATCH | Mumbai | Aditya Birla group chairman Kumar Mangalam Birla at NCPA grounds to pay last respects to veteran industrialist Ratan Tata pic.twitter.com/oBJn7lVVY9
— ANI (@ANI) October 10, 2024
রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তাঁর কথায়,'ভারত এবং বিশ্ব এক সহৃদয় ব্যক্তিকে হারাল। আমি যখন ভারতে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচিত হই, তখন রতন টাটাই প্রথম ভারত থেকে অভিনন্দন জানিয়েছিলেন। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বোর্ড মেম্বার হিসেবে তিনি আমার শহরের জন্য অনেক কিছু করেছেন। তিনি এই বিশ্বের জন্য অনেক কাজ করেছেন'।
India and the world have lost a giant with a giant heart. When I was nominated to serve as ambassador, the first congratulations from India came from Ratan Tata, who gave so much in service to my hometown, serving on the board of the University of Southern California. He saw a…
— U.S. Ambassador Eric Garcetti (@USAmbIndia) October 10, 2024
শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
#WATCH | Union Home Minister Amit Shah pays last tributes to Ratan Tata in Mumbai. pic.twitter.com/RfgOuVhmPC
— ANI (@ANI) October 10, 2024
রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বললেন,'সবসময় জাতির উন্নতির কথা বলতেন। ভারতকে বিশ্বস্তরে পৌঁছে দিয়েছেন। একজন শিল্পপতি হিসেবে তাঁর দূরদৃষ্টি ছিল। যখন আমি তাঁকে তিরুপতিতে একটি ক্যান্সার হাসপাতাল খোলার জন্য অনুরোধ করেছিলাম, তিনি খুলেছিলেন। একজন মহান ব্যক্তিকে হারালাম। কিন্তু তাঁর আদর্শ বেঁচে থাকবে।'
#WATCH | On the demise of Ratan Tata, Andhra Pradesh CM N Chandrababu Naidu says, "...He always used to talk about the nation. He has given India recognition globally. As an industrialist, he had a great vision...When I requested him to start a cancer hospital in Tirupati, he did… pic.twitter.com/Wbuz1IT7Wr
— ANI (@ANI) October 10, 2024
টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত করা হোক। এই মর্মে প্রস্তাব পাস হল মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে।
Maharashtra Cabinet passes resolution urging Centre to confer Bharat Ratna to Ratan Tata
— ANI Digital (@ani_digital) October 10, 2024
Read @ANI Story | https://t.co/DtMxauhp4K#RatanTata #Maharashtracabinet #BharatRatna pic.twitter.com/HKwZCXvCMQ
রতন টাটাকে শেষশ্রদ্ধা জানালেন শরদ পাওয়ার এবং সুপ্রিয়া শুলে। আজ বিকেলে শেষকৃত্য টাটার।
রতন টাটাকে শেষশ্রদ্ধা জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
NCPA লনে নিয়ে যাওয়া হচ্ছে রতন টাটার মরদেহ। এখানে দেহ শায়িত থাকবে। শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।
রতন টাটাকে ভারতরত্ন সম্মান দেওয়া হোক, এমন দাবিই জানাল শিন্ডে-শিবসেনা। এ জন্য ভারত সরকারের কাছে আর্জি জানাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে চিঠি লিখেছেন রাহুল কানাল।
রতন টাটার প্রয়াণে মহারাষ্ট্রে এক দিনের শোকপালনের কথা ঘোষণা করল সে রাজ্যের সরকার। আজ শেষকৃত্য রতন টাটার।
সকাল সাড়ে ১০টায় মরদেহ নিয়ে যাওয়া হবে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে এনসিপিএ লনে। সেখানে সাধারণ মানুষ শেষশ্রদ্ধা জানাতে পারবেন। এদিন দুপুরে শেষকৃত্য। রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হবে তাঁকে। নরিম্যান পয়েন্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'এক যুগের অবসান হল।'
আজ ওরলিতে শেষকৃত্য সম্পন্ন করা হবে রতন টাটার। সকাল সাড়ে ১০টায় মরদেহ নিয়ে যাওয়া হবে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে এনসিপিএ লনে। সেখানে সাধারণ মানুষ শেষশ্রদ্ধা জানাতে পারবেন। এদিন দুপুরে শেষকৃত্য। রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হবে তাঁকে।
রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,' রতন টাটার মৃত্যুতে আমি শোকাহত। তাঁর মৃত্যুতে ভারতীয় শিল্প ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি'।