সরকারি শূন্যপদে নিয়োগঅনেকেই সরকারি চাকরি করতে চান। আর তাঁদের জন্য রয়েছে দারুণ খবর। ৫০ হাজারেরও বেশি পদে সারা ভারতে নিয়োগ হতে চলেছে। উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে সেই সব চাকরি। তাই যাঁরা সরকারি চাকরির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে রয়েছেন, তাঁদের জন্য এটা সেরা সুযোগ।
এসএসসি জিডি কনস্টেবল
সম্প্রতি SSC GD Constable নিয়োগের ঘোষণা হয়েছে। আবেদন শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার্থীরা ১০ পাশ করলেই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নিয়োগের জন্য কম্পিউটারে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি শারীরিক পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরই নিয়োগ করা হবে।
গুজরাত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
গুজরাত পুলিশের তরফ থেকে ১৩,৫৯১টি পোস্ট ঘোষণা করা হয়েছে। ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এই পদে আবেদন করতে চাইলে ১২ পাশ করতে হবে অথবা হতে হবে স্নাতক। এক্ষেত্রে PET, PST, লেখা পরীক্ষা এবং ডকুমেন্ট ভ্যারিফিকেশনের পরই নিয়োগপত্র হাতে মিলবে।
ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন
ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে ৩৪৫১টি পোস্ট বের করা হয়েছে। অ্যাপ্লিকেশন করা যাবে ১২ ডিসেম্বর ২০২৫ থেকে। অ্যাপ্লিকেশন করা যাবে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এই পদে আবেদন করার জন্য ডিএড বা বিএড লাগবে। এছাড়া স্পেশাল এডুকেশনে ১ বছরের ডিপ্লোমা লাগবে।
মধ্যপ্রদেশ এরিয়া ডিস্ট্রিবিউশন কোম্পানি
৪০০৯টি সিটে নিয়োগ করবে মধ্যপ্রদেশ এরিয়া ডিস্ট্রিবিউশন কোম্পানি। যদিও এখানে আবেদন করার জন্য একটু অপেক্ষা কতে হবে। ডিসেম্বর ২০ থেকে শুরু হয়ে যাবে আবেদন। সেটা চলবে ২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। বিই, বিটেক, ডিপ্লোমার মতো ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে লেখা পরীক্ষা হবে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন
বর্তমানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনও নিয়োগ করছে। তাদের পক্ষ থেকে ২৭৫৫টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে। ২৮ নভেম্বর থেকে চলছে আবেদন। শেষ হবে ১৮ ডিসেম্বর। ১২ পাশ, ডিপ্লোমা বা আইটিআই পাশ করলেই মিলবে আবেদন করার সুযোগ।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
এসবিআই ৯৯৬টি পদে নিয়োগ করবে। ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন। চলবে ২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। যোগ্যদের শর্টিলিস্ট করার পর ইন্টারভিউ নেওয়া হবে। তবে এই পদে অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে।