Agniveer: অগ্নিবীর-এ বাম্পার নিয়োগ, সেনা ঘাটতি কমাতে প্রতিবছর ১ লক্ষ নিয়োগের সিদ্ধান্ত

অগ্নিবীর নিয়োগে বড়সড় বৃদ্ধি, এখন প্রতি বছর প্রায় ১ লক্ষ নতুন অগ্নিবীর নিয়োগের প্রস্তুতি চলছে। ভারতের সেনাবাহিনীর জনবল ঘাটতি দ্রুত পূরণ করতে শুরু হচ্ছে এই মেগা রিক্রুটমেন্ট।

Advertisement
অগ্নিবীর-এ বাম্পার নিয়োগ, সেনা ঘাটতি কমাতে প্রতিবছর ১ লক্ষ নিয়োগের সিদ্ধান্ত
হাইলাইটস
  • অগ্নিবীর নিয়োগে বড়সড় বৃদ্ধি, এখন প্রতি বছর প্রায় ১ লক্ষ নতুন অগ্নিবীর নিয়োগের প্রস্তুতি চলছে।
  • ভারতের সেনাবাহিনীর জনবল ঘাটতি দ্রুত পূরণ করতে শুরু হচ্ছে এই মেগা রিক্রুটমেন্ট।

অগ্নিবীর নিয়োগে বড়সড় বৃদ্ধি, এখন প্রতি বছর প্রায় ১ লক্ষ নতুন অগ্নিবীর নিয়োগের প্রস্তুতি চলছে। ভারতের সেনাবাহিনীর জনবল ঘাটতি দ্রুত পূরণ করতে শুরু হচ্ছে এই মেগা রিক্রুটমেন্ট।

কেন বাড়ছে অগ্নিবীর নিয়োগ?
বর্তমানে সেনাবাহিনীতে প্রায় ১,৮০,০০০ সৈন্যের ঘাটতি রয়েছে। ২০২০-২১ সালে কোভিডের কারণে দু’ বছর নিয়োগ বন্ধ ছিল। এই সময়ে প্রতি বছর ৬০,০০০-৬৫,০০০ সেনা অবসর নিয়েছেন, কিন্তু নতুন যোগদান না হওয়ায় অতিরিক্ত ২০,০০০-২৫,০০০ করে ঘাটতি বাড়তে থাকে। অগ্নিপথ প্রকল্প চালুর পরেও এই ঘাটতি পুরোপুরি পূরণ হয়নি।

এখন পর্যন্ত কী হয়েছে?
২০২২ সাল থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত মোট ১,৭৫,০০০ অগ্নিবীর নিয়োগ করা হয়েছে বা হচ্ছে। কিন্তু এতেও শূন্যপদ পূরণ সম্ভব হয়নি।

এবার কী পরিকল্পনা?
আগামী নিয়োগ চক্র থেকেই প্রতি বছর প্রায় ১,০০,০০০ অগ্নিবীর নেওয়ার পরিকল্পনা। ২০২৬ সালের ডিসেম্বর থেকে প্রথম ব্যাচের অগ্নিবীরদের অবসর শুরু হবে। ফলে বাহিনীর সংখ্যা ধরে রাখতে বাড়তি নিয়োগ এখন অপরিহার্য।
সেনা প্রশিক্ষণ কেন্দ্রগুলির সক্ষমতাও বাড়ানো হচ্ছে, যাতে আরও বেশি সংখ্যক নতুন অগ্নিবীর একসাথে মানসম্পন্ন প্রশিক্ষণ নিতে পারে।

সেনাবাহিনী কী বলছে?
একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজন অনুসারে যতজন দরকার তত অগ্নিবীরই তারা নেবেন, তবে প্রশিক্ষণের মান কোনওভাবেই কমানো হবে না।

তরুণদের জন্য বড় সুযোগ
যারা অগ্নিবীর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি দারুণ খবর, আগামী বছর থেকেই বিশাল সংখ্যায় নিয়োগের সুযোগ খুলে যাচ্ছে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন যাঁরা, তাঁদের জন্য আসছে সেরা সময়।

 

POST A COMMENT
Advertisement