scorecardresearch
 

Cyclone Remal North East: রিমাল পরবর্তী দুর্যোগ, ধসের কারণে মিজোরামে মৃত বেড়ে ২৭

ঘূর্ণিঝড় রিমালের জেরে ভূমিধসে মিজোরামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭। অতিবৃষ্টি, ঝড়ে মিজোরাম জুড়ে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে রিমাল।

Advertisement
মিজোরামে রিমালের ধ্বংসযজ্ঞ মিজোরামে রিমালের ধ্বংসযজ্ঞ
হাইলাইটস
  • ঘূর্ণিঝড় রিমালের জেরে ভূমিধসে মিজোরামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭।
  • অতিবৃষ্টি, ঝড়ে মিজোরাম জুড়ে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে রিমাল।
  • সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চল হল মেলথুম।

ঘূর্ণিঝড় রিমালের জেরে ভূমিধসে মিজোরামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭। অতিবৃষ্টি, ঝড়ে মিজোরাম জুড়ে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে রিমাল।

২৮ মে সন্ধ্যা ৭টা পর্যন্ত, মৃতের সংখ্যা ২৭-এ পৌঁছেছে। রাজ্যের বিভিন্ন অংশে এখনও বহু মানুষ নিখোঁজ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চল হল মেলথুম। এই একটি স্থানেই ১৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে পুরানো খননকার্যের কারণে এই এলাকায় ভূমি গঠন এমনিতেই দূর্বল ছিল। ফলে অতিবৃষ্টি ও ঝড়ের জেরে ভূমিধস হয়েছে। এর ফলে তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

কাছাকাছি হ্লিমেন এলাকায়, চার মৃত এবং নিখোঁজ দুই ব্যক্তি। সালেমেও চলে ভূমিধসের ধ্বংসযজ্ঞ। 

আরও পড়ুন

রাজ্য জুড়ে উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা চলছে বলে জানা গিয়েছে।

নিখোঁজদের খোঁজে চলছে অভিযান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন স্থানে শেলটার গড়ে তোলা হয়েছে। 

উল্লেখ্য, শক্তি কমলেও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালায় ঘূর্ণিঝড় রিমাল। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী  রতন লাল নাথ জানান, প্রায় ৬৮৬টি খুঁটি উপড়ে গিয়েছে। ৮২টি ট্রান্সফরমার বন্ধ।

মিজোরামের তথ্য সৌজন্যে: ইজরেলা ডালিদিয়া ফানাই

Advertisement