প্রতীকী ছবি ১৯৫০ সালে, এই ২৬ জানুয়ারি দিনটিতেই দেশে কার্যকর হয়েছিল সংবিধান। কীভাবে ঘটেছিল এমনটা?
১৯৪৭ সালেক ১৫ অগাস্ট ভারত স্বাধীন হলেও তখনও দেশে কোনও স্থায়ী সংবিধান ছিল না। স্থায়ী সংবিধান রচনার জন্য ১৯৪৭ সালেরই ২৮ অগাস্ট একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান পদে বসেন বাবাসাহেব আম্বেদকর। সেই বছরের ৪ নভেম্বর কমিটি সংবিধানের একটি খসড়া তৈরি করে গণপরিষদে জমা দেয়। বারবার আলোচনার পর ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত হয় ভারতের সংবিধান। সিদ্ধান্ত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে দেশে কার্যকর করা হবে এই সংবিধান।
ভারত একটি গণতান্ত্রিক দেশে আর ২৬ জানুয়ারিই সেই দেশের সবচেয়ে বড় উৎসব। তবে এই দিনটিকে প্রজাতন্ত্র নাকি সাধারণতন্ত্র দিবস বলা হবে, তা নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি রয়েছে।
বিশেষজ্ঞদের অধিকাংশের মতে, প্রজাতন্ত্র এবং গণতন্ত্র বিষয় দু'টির মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সামান্য তফাৎ রয়েছে প্রজাতন্ত্র এবং সাধারণতন্ত্রের মধ্যেও। অনেকে মনে করেন, প্রজা এবং জনসাধারণ মোটামোটি একই অর্থ বহন করে। তবে প্রজা কথাটি সেখানেই ব্যবহার করা যথাযথ, যেখানে আজও রাজতন্ত্র রয়েছে। তবে আবার রাজা-রানি থাকা সত্ত্বেও অনেক দেশে গণতন্ত্র রয়েছে। অন্যতম উদাহরণ, ইংল্যান্ড। সে দেশে নির্বাচন হয় এবং প্রশাসনিক প্রধান প্রধানমন্ত্রী। তবে রাজা-রানি থাকায় ইংল্যান্ডকে প্রজাতান্ত্রিক বলা যেতে পারে। কিন্তু ভারতে যেহেতু রাজা-রানির কোনও কনসেপ্ট নেই এবং এখানে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ মানুষ জনপ্রতিনিধিকে নির্বাচিত করেন, প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করেন, তাই ভারতকে সাধারণতন্ত্র বলাই যুক্তিযুক্ত মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। আর সে কারণেই ২৬ জানুয়ারিকে প্রজাতন্ত্র নয়, সাধারণতন্ত্র দিবস হিসেবেই অভিহিত করা হয়।
পশ্চিমবঙ্গ সরকার এবং বাংলাদেশ সহ বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে এই দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে অভিহিত করা হয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 'Republic' শব্দটির বাংলা অনুবাদ হিসেবে 'সাধারণতন্ত্র' শব্দটিই ব্যবহৃত হয়। সরকারি নথিপত্র, আমন্ত্রণপত্র এবং সংবাদপত্রে এই শব্দটিই বেশি দেখা যায়। তবে চলতি কথায় প্রজাতন্ত্র দিবস কথাটি বেশি প্রচলিত। হিন্দি 'গণতন্ত্র দিবস' -এর আদলে বাংলায় অনেকে একে 'প্রজাতন্ত্র' বলেন। তবে যেহেতু আধুনিক রাষ্ট্রে কেউ কারো 'প্রজা' নয়, বরং সবাই সমান নাগরিক, তাই 'সাধারণতন্ত্র' শব্দটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের প্রেক্ষাপটে বেশি যুৎসই মনে করা হয়।