'বাংলা দিয়ে রোহিঙ্গারা ঢুকে ঝাড়খণ্ড-মহারাষ্ট্রে ছডিয়ে পড়ছে', মুম্বইয়ে ভোটপ্রচারে শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। রবিবার মুম্বইয়ের দাদরে বিজেপির অফিসে প্রবাসী বাঙালিদের মাঝে বক্তব্য রাখেন বাংলার বিরোধী দলনেতা। সেখানে অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে তুলোধোনা করেন। বিরোধী দলনেতার দাবি, বাংলা দিয়েই সারা ভারতে প্রবেশ করবে রোহিঙ্গারা। রাজ্য সরকারের বিরুদ্ধে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি না দেওয়ার অভিযোগ তোলেন নন্দীগ্রামের বিধায়ক।
তিনি বলেন, 'বাংলাদেশ সীমান্তের ৭২টি জায়গায় কাঁটাতারের বেড়া নেই। জমি না পাওয়ার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। কেন্দ্রীয় সরকার বারবার বললেও বাংলার সরকার বিএসএফ-কে জমি দেয়নি। যার কারণে এসব সীমান্ত দিয়ে রোহিঙ্গারা দলে দলে বাংলায় ঢুকছে। তারপর সারা ভারতে ছড়িয়ে পড়ছে। বাংলা থেকে রোহিঙ্গারা ঢুকে ঝাড়খণ্ড-মহারাষ্ট্রেও ছডিয়ে পড়ছে। বাংলার ডোমেগ্রাফি চেঞ্জ করছে, এটা ঝাড়খণ্ডে হচ্ছে, মহারাষ্ট্রে ও চেষ্টা চলছে। রেশন, জমি, কাজ সব নিয়ে নিচ্ছে এরা আপনাদের সঙ্গে মিশে গিয়ে।'
বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু। তাঁর আরও দাবি, রোহিঙ্গাদের চিহ্নিত করা হবে। তিনি বলেন, 'বাংলায় রাষ্ট্রবাদী সরকার তৈরি করে কাঁটাতারের বেড়া দিয়ে রোহিঙ্গাদের চিহ্নিত করে ভারতকে সুরক্ষিত করব। বাংলাকে সুরক্ষিত করব।'
মহারাষ্টের নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে প্রবাসী বাঙালিদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান এ রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, 'এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের কংগ্রেস মাত্র ৯৯ আসনপেয়েছে। ইন্ডিয়া জোট মোট আসন এনডএ জোটের থেকে কম। তারপরেও ওরা যে ভাষায় কথা বলতে শুরু করেছিল, তাতেরা যারা ভারতীয় সংস্কৃতিতে ভালবাসি, সম্মান করি, আমরা যারা সনাতনী, তারা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কাশ্মীরে বিজেপি সর্বোচ্চ আসন পেয়েছে। গতবার ২৫টা পেয়েছিল। এবার ২৯টা আসন পেয়েছে। একক ভাবে বিজেপি ২৬ শতাংশ ভোট পেয়েছে। বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে ভারত। মহারাষ্ট্রে অনেক আসনে বাঙালিরা নির্ণায়ক শক্তি। আপনাদের প্রতিটা ভোট দেশকে সমৃদ্ধ করবে।'